পটিয়ায় ১ হাজার পরিবার পেল চাচা খালেক ফাউন্ডেশনের ইফতার সামগ্রী
নিজস্ব সংবাদদাতা
২৫ মার্চ, ২০২৪, 6:59 PM

নিজস্ব সংবাদদাতা
২৫ মার্চ, ২০২৪, 6:59 PM

পটিয়ায় ১ হাজার পরিবার পেল চাচা খালেক ফাউন্ডেশনের ইফতার সামগ্রী
মোরশেদ আলম, পটিয়া (চট্টগ্রাম)॥ চট্টগ্রামের পটিয়ায় বীরমুক্তিযোদ্ধা এম এ খালেক (চাচা খালেক) ফাউন্ডেশনের অর্থায়নে উপজেলার কচুয়াই ইউনিয়নে ১ হাজার পরিবারকে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২৫ মার্চ) সকালে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ ইফতার সামগ্রী বিতরণ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক দিদারুল আলম দিদার।
কচুয়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম ইনজামুল হক জসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা কবির আহমদ সওদাগর, ফরিদ উদ্দিন বাবুল, কচুয়াই ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আবদুল মন্নান, যুগ্ম সম্পাদক রফিকুল আলম, ইউপি সদস্য সেলিনা আকতার, আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক মো. বিন ফয়সাল, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সমাজ কল্যান সম্পাদক জালাল উদ্দীন, যুবলীগ নেতা জিয়া উদ্দিন, জেলা ছাত্রলীগ নেতা ওয়াসিক সাকিব, মো. সাকিব, কচুয়াই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নিশান ভট্টাচার্য।
এসময় চাচা খালেক ফাউন্ডেশনের চেয়ারম্যান দিদারুল আলম দিদার বলেন, মাহে রমজান আমাদের মাঝে হাজির হয়েছে মহান আল্লাহর কৃপা অর্জনের সুযোগ হিসেবে।
রোজার মাধ্যমে শুধু পান, আহার ও জৈবিক চাহিদা বর্জনই নয়; আত্মিক পরিশুদ্ধি ও শুদ্ধ আত্না উন্নতির জন্য অন্তরের লোভ-লালসা ও নেতিবাচক চিন্তার লাগাম টেনে ধরতে হয়। রোজা রাখার পাশাপাশি সমাজের বিত্তবানদেরও দায়িত্ব রয়েছে অসহায়দের পাশে দাঁড়ানোর।