ঢাকা ২২ নভেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
সেনাকুঞ্জে হাস্যোজ্জ্বল খালেদা জিয়া, যা বললেন ড. ইউনূস ইতিহাসে প্রথম ভূমিকম্পের উৎপত্তিস্থল হলো রংপুর পঞ্চগড়ে তাপমাত্রা ১৪ ডিগ্রি শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা যুক্তরাষ্ট্রে গৌতম আদানির বিরুদ্ধে মামলা, নেপথ্যে কী ঠান্ডা আবহাওয়ার জন্য ভাতা দেবে যুক্তরাজ্য গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আমেরিকায় গ্রেপ্তার ফ্যাসিবাদী বয়ান দেওয়া গণমাধ্যম চিহ্নিত করা হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আরও ৫ দিনের রিমান্ডে

পটিয়ায় ১৭ ইউনিয়নে আ’লীগের ১১, বিদ্রোহী ৪

#

নিজস্ব সংবাদদাতা

২৭ ডিসেম্বর, ২০২১,  1:34 PM

news image
পটিয়ায় ১৭ ইউনিয়নে আ’লীগের ১১, বিদ্রোহী ৪

জিরি ও ছনহরায় স্থগিত ৩ কেন্দ্রে আ’লীগ প্রার্থী এগিয়ে

চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে পটিয়া উপজেলার ১৭ ইউনিয়নে ১১ জন আওয়ামীলীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী, ৪ জন বিদ্রোহী প্রার্থী বেসরকারীভাবে জয়ী হতে যাচ্ছেন। অপরদিকে উপজেলার ছনহরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ধাওর ডেঙ্গা সারদা চরণ উচ্চ বিদ্যালয় ও ৪নং ওয়ার্ডের রমেশ ফনিন্দ্র স্মৃতি পাঠাগারে নির্বাচন স্থগিত রয়েছে। অন্যদিকে জিরি ইউনিয়নের সাইদার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট স্থগিত রাখা হয়েছে। এ দুই ইউনিয়নে আ’লীগের চেয়ারম্যান প্রার্থী মুক্তিযোদ্ধা সামশুল আলম ও আমিনুল ইসলাম খান টিপু এগিয়ে রয়েছে। উপজেলার কুসুমপুরা ও হাবিলাসদ্বীপ ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন অনুষ্ঠিত। অন্য সব ইউনিয়নে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন করা হয়। রবিবার রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা আরাফাত আল হোসাইন ১৭ ইউনিয়নে বেসরকারীভাবে নির্বাচিত চেয়ারম্যান, মেম্বার ও মহিলা মেম্বারের নাম ঘোষনা করেন। 

নির্বাচিত চেয়াম্যান প্রার্থী হলেন, কাশিয়াইশ ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম (নৌকা)  ৩ হাজার ৪শ’ ও তার নিকটতম প্রতীদ্বন্দ্বি প্রার্থী মোহাম্মদ কাইছ স্বতন্ত্র (আনারস) ৩ হাজার ২৯৮। জঙ্গলখাইন ইউনিয়নে আওয়ামী বিদ্রোহী প্রার্থী সাহাদাত হোসেন সবুজ মেম্বার (চশমা) ৩ হাজার ৮৪ ভোট। আ’লীগের নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান গাজী মোহাম্মদ ইদ্রীছ ২ হাজার ৪৩৬ ভোট, দিদারুল আলম স্বতন্ত্র (আনারস) ১ হাজার ৫৫৮ ভোট। জিরি ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম টিপু (নৌকা) ৬ হাজার ৭৪১ ভোট, আবুল কালাম আজাদ বাবুল স্বতন্ত্র (চশমা) ৪ হাজার ৫০৪ ভোট, বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবুল কালাম ভোলা (ঘোড়া) ৪ হাজার ১১৮ ভোট, মনির আহমদ জাপা (আনারস) ২০৫ ভোট, জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী (লাঙ্গল) ৫১ ভোট। জিরিতে একটি ভোট কেন্দ্র ভোট গ্রহণ স্থগিত রয়েছে। এখানে সাইদার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্থগিত ভোটের পরিমাণ ২ হাজার ৩৩৯ ভোট। কোলাগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাহবুবুল হক চৌধুরী (টেলিফোন) ৭ হাজার ১৭৩ ভোট, আ’লীগের অপর বিদ্রোহী প্রার্থী কাসেম রাসেল (আনারস) ৪ হাজার ৩১২ ভোট, আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান আহমদ নুর (নৌকা) ২ হাজার ৯৮৮ ভোট। 

কুসুমপুরা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী জাকারিয়া ডালিম (আনারস) ৫ হাজার ৩৩৬ ভোট, অপর বিদ্রোহী প্রার্থী নুর উর রশীদ চৌধুরী এজাজ (চশমা) ৫ হাজার ৪৫ ভোট ও বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহীম বাচ্চু (নৌকা) ৪ হাজার ৪৩২ ভোট। হাবিলাসদ্বীপ ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ফৌজুল কবির কুমার (নৌকা) ৭ হাজার ৬৩৮, বর্তমান চেয়ারম্যান শফিকুল ইসলাম স্বতন্ত্র (আনারস) ২ হাজার ১৫০ ভোট। কচুয়াই ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান ইনজামুল হক জসিম (নৌকা) ৮ হাজার ২৩০ ভোট, সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান বাবু স্বতন্ত্র (আনারস) ৩ হাজার ১১০ ভোট। খরনা ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান মাহবুবুর রহমান (নৌকা) ৪ হাজার ৫৬৫ ভোট, সাবেক চেয়ারম্যান মফজল আহম্মদ চৌধুরী স্বতন্ত্র (আনারস) ৩ হাজার ৩৩২ ভোট। আশিয়া ইউনিয়নে বিজয়ী হয় নৌকার চেয়ারম্যান প্রার্থী এম এ হাসেম। তিনি পেয়েছেন ৬ হাজার ৭২০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আনারস প্রতীকের বিদ্রোহী প্রার্থী মাইনুল হক রাশেদ ২ হাজার ৬৪৮ ভোট। ছনহরা ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মুক্তিযোদ্ধা সামসুল আলম (নৌকা) ৪ হাজার ৭৪৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। অপরদিকে বর্তমান চেয়ারম্যান আবদুর রশিদ দৌলতী স্বতন্ত্র (আনারস) ২ হাজার ৯৩৩ ভোট। এখানে দুু’টি কেন্দ্র স্থগিত রয়েছে। স্থগিত কেন্দ্রে ভোটার সংখ্যা ৩ হাজার ৬৭ ভোট।  ভাটিখাইন ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ বখতিয়ার ৩ হাজার ৪৯৬, তার নিকটতম প্রতীদ্বন্দ্বি প্রার্থী জাতীয় পার্টির ফরিদুল আলম (লাঙ্গল) ৮৮০ ভোট, আমিনুল হক স্বতন্ত্র (আনারস) ৭২১ ভোট। ধলঘাট ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান রনবীর ঘোষ টুটুন (নৌকা) ৫ হাজার ৩৪৩ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিদ্রোহী প্রার্থী মো: শফিউল আলম বাদশা (আনারস) ৫ হাজার ১৯৮ ভোট, মুহিবুল্লাহ চৌধুরী (হাতপাখা) ১৭ ভোট। কেলিশহর ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সরোজ কান্তি সেন নান্টু (নৌকা) পেয়েছেন ৬ হাজার ৯৫৭ ভোট, তার নিকটতম প্রতীদ্বন্দ্বি বিদ্রোহী প্রার্থী নিখিল দে (আনারস) ৩ হাজার ৩৭১ ভোট। হাইদগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (আনারস) ৫ হাজার ৬৩৪ ভোট, তার নিকটতম প্রতীদ্বন্দ্বি প্রার্থী (নৌকা) আবুল হাসনাত ফয়সাল ৪ হাজার ৩৪৮ ভোট, নাছির উদ্দীন (ঘোড়া) স্বতন্ত্র প্রার্থী ২ হাজার ৫৮ ভোট।  

অন্যদিকে উপজেলার শোভনদন্ডী ইউনিয়নে এহসানুল হক, দক্ষিণভূর্ষী ইউনিয়নে মো. সেলিম ও বড়লিয়া ইউনিয়নে শাহিনুল ইসলাম শানু বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।

logo

সম্পাদক : হেফাজুল করিম রকিব

নির্বাহী সম্পাদক : শাহ এম রহমান বেলাল