ঢাকা ২০ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
ক্রিকেটে নতুন যুগের সূচনা: আবির্ভাব হলো টেস্ট টোয়েন্টি দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা

পটিয়ায় ১০দিন ধরে অলৌকিক অগ্নিকান্ড

#

নিজস্ব সংবাদদাতা

১২ আগস্ট, ২০২২,  12:15 AM

news image

মোরশেদ আলম, পটিয়াঃ চট্টগ্রামের পটিয়ায় একটি বাড়িতে গত ১০দিন ধরে কিছুক্ষন পর পর অলৌকিক অগ্নিকান্ডের ঘটনা ঘটছে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অলৌকিক এ ঘটনা দেখতে বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে জড়ো হচ্ছে। উপজেলা দক্ষিণ ছনহরা ইউনিয়নের ৩নং ওয়ার্ড আশুতোষ চক্রবর্ত্তীর বাড়ি এলাকার পিন্টু চক্রবর্ত্তীর বাড়িতে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় পিন্টু চক্রবর্ত্তী বৃহস্পতিবার সকালে পটিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করে। 

ডায়েরী সূত্রে জানা যায়, পিন্টু চক্রবর্ত্তী চট্টগ্রাম শহরে চাকরী করেন। মাঝেমধ্যে বাড়িতে আসা যওয়া করেন। গত ২ আগষ্ট সন্ধা ৬টায় কে বা কারা তার ঘর নিক্ষেপ করে ইট পাটকেল ছুড়তে থাকে। বিষয়টি তাকে তার মা, বউদি অবহিত করলে ৪ আগষ্ট সে বাড়িতে আসে। সেদিন একই রকম কে বা কারা ইট, পাটকেল ছুড়তে থাকে। এমনকি তার পরিবারের মা ও তার বউদিকে হত্যার উদ্দেশ্যে ইট, পাটকেল ছুরে। অনেক খোঁজাখুজি করে কাউকে পাওয়া যায়নি মূহুর্তেই গায়েব গয়ে যায়। এরপর সর্বশে গত ৭ আগষ্ট রান্নাঘরে আচমকা আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখা দেকতে পেয়ে স্থানীয়রা আগুন নিভায়। এরপর থেকে প্রতিনিয়ত তার বসতঘরের কোনো না কোনো জায়গায় আগুন ধরে যায়। এমনকি তার তার বউদির শরীরেও আগুন ধরে যায়।

স্থানীয়রা জানান, অদ্ভুধ, অলৌকিকভাবে কিছুক্ষণ পরপর আগুন লেগে যাচ্ছে। তাদের ঘরে জ্বীনের আছর বেঁধেছে। যেকোনো সময় তাদের বড় ধরনের ক্ষতিসাধন হতে পারে।

পটিয়া থানার তদন্তকারী কর্মকর্তা সাহাবুদ্দিন জানান, এ সংক্রান্ত থানায় সাধারণ ডায়েরী করা হলে আমি বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থলে যায়। অলৌকিক ঘটনার সত্যতা পেয়েছি। আমার ও মনে হয়ে তাদের ঘরে জ্বীনের আছর বেঁধেছে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী