পটিয়ায় হুইপের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ১ নারীর মৃত্যু, আহত ৩
নিজস্ব সংবাদদাতা
২৬ ফেব্রুয়ারি, ২০২২, 9:06 PM

নিজস্ব সংবাদদাতা
২৬ ফেব্রুয়ারি, ২০২২, 9:06 PM

পটিয়ায় হুইপের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ১ নারীর মৃত্যু, আহত ৩
মোরশেদ আলম। চট্টগ্রামের পটিয়ায় হুইপ সামশুল হক চৌধুরীর ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ত্রাণ সামগ্রী নিতে আসা জোহরা বেগম (৬০) নামের এক মহিলার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ৩ জন আহত হয়েছে।
শনিবার দুপুর ২টার দিকে উপজেলার কোলাগঁাও ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকার লাকেরা স্কুল মাটে এ ঘটনা ঘটে।
জানা যায়, মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধান মন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে হত দরিদ্রদের মাঝে হুইপ সামশুল হক চৌধুরী প্রধান অতিথি থেকে ত্রান বিতরণ করার সময় শৃঙ্খলার অবনতি হলে হুড়াহুড়ির এক পর্যায়ে জোহরা বেগমের মৃত্যু হয়।
এ বিষয়ে ৯ নং ওয়ার্ডের মেম্বার মো. আনছুর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ত্রাণ নিতে আসা মানুষে হুড়োহুড়িতে জোহরা বেগমের মৃত্যু হয়। এক সাথে ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের লোকজনরা ত্রাণ সামগ্রী নিতে আসায় শৃঙ্খলার অবনতি হয়ে হুড়াহুড়িতে জোহরা বেগমের মৃত্যু হয়।
তিনি আরো জানান, যারা আহত হয়েছে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঘরে পাঠানো হয়েছে।
কালারপুল পুলিশ ফঁাড়ির অফিসার ইনচার্জ জানান, জোহরা বেগম হুড়োহুড়িতে মারা যাননি তিনি স্টোক করে মারা গেছেন। তিনি অসুস্থ ছিলেন চেয়ারে বসা ছিল।
এ বিষয়ে কোলাগাও ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুল হক চৌধুরীকে বারবার ফোন করে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।