ঢাকা ১৯ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
ক্রিকেটে নতুন যুগের সূচনা: আবির্ভাব হলো টেস্ট টোয়েন্টি দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা

পটিয়ায় স্বতন্ত্র প্রার্থী সামশুলের এপিএস এজাজ গ্রেফতার

#

নিজস্ব সংবাদদাতা

০৭ জানুয়ারি, ২০২৪,  1:13 AM

news image

নিজস্ব সংবাদদাতা, চট্টগ্রাম: স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর ব্যক্তিগত সহকারী ও পটিয়া উপজেলা আওয়ামী লীগের বহিস্কৃত নেতা এমএ এজাজ (৪১)  পুলিশ হাতেনাতে গ্রেফতার করেছেন। সে কুসুমপুরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আবদুল মালেকের পুত্র। শনিবার রাত সাড়ে ৯টার দিকে তার বাড়ি থেকে পুলিশ টাকাসহ তাকে গ্রেফতার করেন। তবে কত টাকা উদ্ধার করা হয়েছে তা এ রিপোর্ট লেখা পর্যন্ত নিশ্চিত হতে পারি নাই।

পুলিশ জানান, ভোটের আগের দিন শরিবার রাতে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর পক্ষে তার এপিএসখ্যাত এমএ এজাজকে পুলিশ হাতেনাতে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে গাড়ি পোড়া, নৌকা প্রার্থীর এক সমর্থককে কুপানোসহ একাধিক মামলা রয়েছে। 

কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম হোসাইন রানা জানিয়েছেন, স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর বির্তকিত এপিএস এমএ এজাজকে পুলিশ হাতেনাতে টাকাসহ গ্রেফতার করেছে। তাছাড়া এজাজ কুসুমপুরাসহ আশপাশের এলাকায় ভোটের দিন বিশৃঙ্খলা সৃষ্টি করার আশংকা ছিল।

কুসুমপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া ডালিম জানিয়েছেন, ভোটের দিন রাতে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে টাকা বিলির খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে এজাজকে গ্রেফতার করেছেন।

এ ব্যাপার জানতে পটিয়া থানার ওসি জসীম উদ্দিনকে একাধিকবার ফোন করা হলে রিসিভ করেননি। #

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী