পটিয়ায় স্বতন্ত্র প্রার্থীর গাড়ি বহরে হামলা ও ক্যাম্প ভাঙচুরের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা
২০ ডিসেম্বর, ২০২৩, 9:07 PM

নিজস্ব সংবাদদাতা
২০ ডিসেম্বর, ২০২৩, 9:07 PM

পটিয়ায় স্বতন্ত্র প্রার্থীর গাড়ি বহরে হামলা ও ক্যাম্প ভাঙচুরের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক- চট্টগ্রাম-১২ পটিয়া সংসদীয় আসনে ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর প্রচারণার গাড়ি বহরে হামলা চালিয়ে কয়েকটি গাড়ি ও ক্যাম্প ভাঙচুর ও কয়েকজন সমর্থককে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলার কাশিয়াশ ইউনিয়নের বুধপুরা বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।
এর আগে গত সোমবার ও মঙ্গলবার দু'দিনে আরও বেশ কয়েকটি নির্বাচনী ক্যাম্প, ঈগল প্রতিকের সমর্থকদের মারধর সহ গাড়ির ভাঙচুরের অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরী।
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী, অপর দিকে স্বতন্ত্র প্রার্থী ও তিনবারের সংসদ সদস্য হুইপ সামশুল হক চৌধুরী সহ একাধিক প্রার্থীরাও মাটে প্রচারনায় রয়েছে। গাড়ি ও ক্যাম্প ভাঙচুর ঘটনায় ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
হুইপ সামশুল হক চৌধুরীর প্রধান সমন্বয়ক নাজমুল করিম চৌধুরী শারুন বলেন, গত সোমবার বিকালে কর্মী-সমবেশে যাওয়ার পথে বাইপাস মোড় ও হাবিলাসদ্বীপ, পাঁচুরিয়া এলাকায় হুইপ সামশুল হক সমর্থকদের পিটিয়েছে নৌকার সমর্থকরা। গত সোমবার রাতে জিরি ফকিরা মসজিদ এলাকায় তাদের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে গত মঙ্গলবার সন্ধ্যায় শান্তিরহাট, কুসুমপুরা নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে । বাকখাইন এলাকায় তাদের একটি প্রচার গাড়ি ভাঙচুর করে। এ সময় প্রচার গাড়িতে থাকা চালককে মারধর করে । ভাটিখাইন ইউনিয়ন এলাকায় আওয়ামী লীগ নেতা ইব্রাহিমকে মারধর ও ছাত্রলীগ নেতা বিপুল শীলকে হুমকি দেয়া হয়। বিভিন্ন স্থানে ব্যানার ও পোস্টার ছিড়ে ফেলে। এসব ঘটনায় তারা থানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবগত করেছেন।
অন্যদিকে আওয়ামী লীগ নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগ সভাপতি মোতাহেরুল ইসলামের প্রধান সমন্বয়ক ও জেলা আওয়ামী লীগ নেতা প্রদীপ দাশ বলেন, স্বতন্ত্র প্রার্থীরা পটিয়াকে উত্তপ্ত করছে। নৌকার প্রার্থীর পক্ষ থেকে এসব বিষয় এসপি, ডিআইজি ও ওসিকে জানানো হয়েছে। স্বতন্ত্র প্রার্থীর নৌকার বিরুদ্ধে বক্তব্য দিয়ে আসছে। বঙ্গবন্ধু ও নৌকার প্রশ্নে আপোষ হতে পারে না। এরপরও এসব বিষয় নিয়ে যাতে পারস্পরিক ভুল বুঝাবুঝি না হয় সেদিকে লক্ষ্য রাখা হবে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নেজাম উদ্দিন জানান, এ ঘটনার খবর পেয়ে নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও চন্দনাইশ আদালতের সিনিয়র সহকারী জজ শেখ মুহিবুল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন ভূইয়া জনি, পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আতিকুর রহমান সহ পুলিশ ঘটনাস্হলে গিয়ে পরিদর্শন করেছেন। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।