পটিয়ায় সোনালী লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব সংবাদদাতা
২২ ফেব্রুয়ারি, ২০২৪, 11:01 AM

নিজস্ব সংবাদদাতা
২২ ফেব্রুয়ারি, ২০২৪, 11:01 AM

পটিয়ায় সোনালী লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
মোরশেদ আলম, পটিয়া (চট্টগ্রাম): সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের পটিয়া শাখায় গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারী) বিকেলে পটিয়া কেপিডিএল ক্রাউন সেন্টারে সোনালী লাইফ ইন্সুরেন্সের কার্যালয়ে এ গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে ইউনিট ম্যানেজার ও অফিস ইনচার্জ আশিকুল মোস্তাফা তাইফু এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাঞ্চ ম্যানেজার ফারুক আজম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বায়তুল কুরআন হিফজ মাদ্রাসার পরিচালক ও বীমা গবেষক রফিক বিন হোসাইন। আরো বক্তন্য রাখেন অফিস কর্মকর্ত মামুনুর রশিদ ও মাসুদ। এসময় গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন- বিশিষ্ট ব্যবসায়ী জমির উদ্দিন ও আরিফুল হক। কুরআন তেলোয়াত করেন ওবায়দুল্লাহ চৌধুরী।।
এসময় প্রধান অতিথি মানুষের জন্য বীমা কি ও কেন এবং বীমার সুফলতার সাথে সাথে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের স্মার্ট বীম সেবার বিষয় তুলে ধরেন।
প্রধান বক্তা ইসলামী শরীয়াহ এর মধ্যে থেকে সোনালী লাইফের গ্রাহক সেবার এ্যাপস ও ব্যাংকিং মাধ্যেমে প্রিমিয়াম গ্রহণ এবং ডিউ ডেইট পেমেন্ট ক্লেইম প্রদানসহ আগামীর বীমা বিপ্লবে সরকারের গৃহীত পদক্ষেপের ভূয়সী প্রসংশা করেন। এছাড়াও বক্তারা গ্রাহকদের উদ্দেশ্যে বীমা সম্পর্কে সম্যক ধারনা প্রদান করে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্মৃতি চারণ ও দোয়া মোনাজাত করেন মাওলানা রফিক বিন হোসাইন।
পরে ৩০ জন গ্রাহকদের মাঝে রিনোয়াল গিফট প্রদান করেন।