পটিয়ায় সেহেরি নিয়ে পথচারীদের পাশে ছাত্রলীগ নেতা রুবেল
নিজস্ব সংবাদদাতা
২৭ মার্চ, ২০২৪, 5:17 AM

নিজস্ব সংবাদদাতা
২৭ মার্চ, ২০২৪, 5:17 AM

পটিয়ায় সেহেরি নিয়ে পথচারীদের পাশে ছাত্রলীগ নেতা রুবেল
মোরশেদ আলম, পটিয়া:- পটিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক নুরুল ইসলাম রুবেলের উদ্যােগে প্রায় দুই শতাধিক অসহায় গরীব দুস্থ পথচারীদের মাঝে সেহেরি বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (২৭ মার্চ) পটিয়া পৌরসদরের ছবুর রোড, রেলষ্টেশন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অসহায় দুস্থ মানুষদের মাঝে এই সেহেরি বিতরণ করা হয়।
এ বিষয়ে নুরুল ইসলাম রুবেল বলেন, পবিত্র রমজান মাসে অসহায় দুস্থ মানুষদের যাতে সেহেরির কষ্ট না হয় সে জন্য আমি অন্তত একবার তাদের পাশে দাঁড়িয়ে সেহেরি বিতরণ করেছি। এসব মানুষের হাতে সেহেরি তুলে দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। তিনি সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান।
ইফতার বিতরণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ছাত্রলীগ নেতা জাহেদ, সৌরভ, সজীব, আরিফ, সুজাত, সুমন ও মামুন প্রমুখ।
উল্লেখ্য, ছাত্রলীগ নেতা নুরুল ইসলাম রুবেল তার সাধ্যমত অসহায় দুস্থ মানুষদের পাশে থেকে মানবিক মানুষ হিসেবে পরিচিতি লাভ করেছেন।