ঢাকা ০১ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
মঙ্গলবার থেকে ঢাকা-ময়মনসিংহে সব থানায় অনলাইন জিডি শুরু আটক হওয়া বাংলাদেশিদের কেউ কেউ আইএসের সঙ্গে যুক্ত: মালয়েশিয়া পুলিশ চাকরি ছেড়ে রিলস বানিয়ে কোটি টাকা আয় করছেন অভিনেত্রী ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান’, ১৬ জুলাই ‘জুলাই শহীদ’ দিবস‌ উত্তরা, ধানমণ্ডি, পল্টনে পরীক্ষামূলক ই-রিকশা চালু আগস্টে এনবিআর কর্মকর্তাদের শাটডাউনে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের ৬ দফা দাবি: বৈষম্য ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৫ ক্ষমতার লোভ ভয়ানক, মুজিবের মতো নেতাও নির্বাচনে কারচুপি করেছেন: হাবিবুল আউয়াল দক্ষিণ জেলা বিএনপি: ইউনিট কমিটির আবেদন শুরু ৭ জুলাই

পটিয়ায় সিএনজি চালক খুন, মুখ দেখা হল না আগত সন্তানের

#

১১ ফেব্রুয়ারি, ২০২২,  8:37 PM

news image

মোরশেদ আলম, পটিয়াঃ- চট্টগ্রামের পটিয়ায় মো. নুর আলম(৩৪) নামের এক সিএনজি চালক খুন হয়েছে। খুন হওয়া ব্যক্তি উপজেলার জিরি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মো. আলির পুত্র।

আজ শুক্রবার (১১ই ফেব্রুয়ারী) সকালে উপজেলার বড়লিয়া ইউনিয়নের ঠানন্ডা মিয়া সড়ক মাথা এলাকায় চোরাবিলে নিহতের রক্তাক্ত লাশ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেকে) প্রেরণ করেন।

নিহতের স্ত্রী মুন্নি আক্তার এই প্রতিবেদককে জানান, নিজ বাড়ি ভোলা জেলায় হলেও দীর্ঘদিন ধরে উপজেলার জিরি ইউপির ৫নং ওয়ার্ডে স্থায়ীভাবে তারা বসবাস করছেন।

প্রতিদিনের মত নুর আলম বৃহস্পতিবার সকালে সিএনজি নিয়ে ঘর থেকে বের হয়। এরপর ঐদিন বিকেল ৪টার পর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। তখন থেকে পরিবারের সাথে তার যোগাযোগ বন্ধ হয়ে যায়।

মুন্নি আক্তার আরো জানান, তিনি অন্তসত্বা। তার স্বামীর অনেক বড় স্বপ্ন ছিল এক ছেলে এক মেয়ে তাকবে তার। আগত সন্তানকে আর দেখা হল না তার। বর্তমানে তাদের এক পুত্র সন্তান রয়েছে।

এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান ও পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার।

ঘটনাস্থল পরিদর্শন শেষে ওসি রেজাউল করিম মজুমদার জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে নিহত মিনহাজ আলমকে খুন করা হয়েছে। দুষ্কৃতিকারীরা  সিএনজি ছিনতাই করার জন্য নাকি অন্য কোন কারনে তঁাকে খুন করেছে তা তদন্ত করে সত্য ঘটনা উদঘাটন করা হবে। নিহতের সিএনজিটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

এলাকাবাসীদের সাথে কথা বলে জানা যায়, উপজেলার বড়লিয়া ইউনিয়নের ঠান্ডা মিয়া সড়কটিতে মানুষের চলাচল কম এবং নির্জন এলাকা হওয়ায় ছিনতাইকারীরা গাড়ি, ছিনতাই ও ডাকাতি প্রতিনিয়ত ঘটাচ্ছে। ফলে ঐ এলাকার মানুষরা চরম আতংকের মধ্যে আছে। প্রশাসনের নজারদারি বাড়ানোর জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন তারা।


logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী