পটিয়ায় সাবেক মন্ত্রী নুরুল ইসলাম চৌধুরীর মৃত্যু বার্ষিকী পালিত
নিজস্ব সংবাদদাতা
০৯ অক্টোবর, ২০২২, 6:34 AM

নিজস্ব সংবাদদাতা
০৯ অক্টোবর, ২০২২, 6:34 AM

পটিয়ায় সাবেক মন্ত্রী নুরুল ইসলাম চৌধুরীর মৃত্যু বার্ষিকী পালিত
পটিয়া প্রতিনিধিঃ- সাবেক মন্ত্রী অধ্যাপক নুরুল ইসলাম চৌধুরীর ২৭ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে পটিয়ায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১০ অক্টোবর) বিকেলে পটিয়া ক্লাব হলে আয়োজিত আলোচনা সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা মুক্তিযুদ্ধের সাবেক কমান্ডার চৌধুরী মাহাবুবুর রহমানের সভাপতিত্বে ও ডি.এম জমির উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ, প্রধান বক্তা ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ. কে. এম. আবদুল মতিন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা খায়ের আহমেদ, ডাঃ মাঈনুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন আ'লীগ নেতা জসীম উদ্দিন, শ্রমীক নেতা খোরশেদুল আলম, যুবলীগ নেতা সাইফুল ইসলাম, যুবনেতা হাসান শরীফ, মো. মামুন, শ্রমিক লীগ নেতা সাইফুদ্দিন ভোলা, নুরুল ইসলাম, যুবলীগ নেতা সুজন বড়ুয়া, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সাকিব হোসেন, যুগ্ম আহ্বায়ক আনিস, রুবেল, তৌহিদ, যুবনেতা মাসুদ, ছোটন সরকার, মহিম, আকতার হোসেন, রোকন, ছাত্রনেতা আসিফ, আকাশ ও শাহেদ, জাবেদুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, তিনি এমপি মন্ত্রী থাকা অবস্থায় জীবন যাপন ছিল সাধারণ মানুষের মত। একজন উচ্চ শিক্ষিত রাজনীতিবিদ হলেও তার মধ্যে কোন ধরণের লোভ অহংকার ছিল না। নুরুল ইসলাম চৌধুরী একজন খাঁটি দেশ প্রেমিক মানুষ ছিলেন। মুক্তিযুদ্ধে অন্যতম সংগঠক ছিলেন তার অবদান দেশ ও জাতি আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।