পটিয়ায় সরকারী কর্মকর্তা কতৃক অসহায় পরিবারের জায়গা দখলের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা
১৫ আগস্ট, ২০২২, 12:05 AM

নিজস্ব সংবাদদাতা
১৫ আগস্ট, ২০২২, 12:05 AM

পটিয়ায় সরকারী কর্মকর্তা কতৃক অসহায় পরিবারের জায়গা দখলের অভিযোগ
মো. সাইফুদ্দিনঃ চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নে সরকারি এক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে এক অসহায় পরিবারের জায়গায় জোরপূর্বক দেওয়াল দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত শুক্রবার সকালে ভুক্তভোগী মো. আমির খসরু থানায় একটি জিডি করলে ঘটনাস্থলেই গিয়ে পুলিশ কাজ বন্ধের নির্দেশ দেন।
ভুক্তভোগী আমির খসরু জানান, তার নানা মারা যাওয়ার সময় তার নামে কিছু জায়গা উইল করে যায়। সে উইলকৃত জায়গা তার বাবার কাছ থেকে কৌশলে নিয়ে নেয় বান্দরবান শিক্ষা কর্মকর্তা (এটিও) ইলিয়াস। হঠাৎ তার জায়গা দখল করতে আসলে তাদের কাজে বাঁধা দিলেও তারা কথা অমান্য করে কাজ চালিয়ে যায়। যার কারনে তিনি থানায় বিষয়টি অবহিত করে কাজ বন্ধ রাখার জন্য ব্যবস্থা গ্রহণ করেন।
এ বিষয়ে পটিয়া থানার তদন্তকারী কর্মকর্তা মো. শহিদ জানান, জায়গা জোরপূর্বক দখল করে নিয়ে দেওয়াল নির্মাণের একটি জিডি পেয়ে ঘটনাস্থল গিয়ে কাজ বন্ধ রাখতে বলেছি। দু’পক্ষকে থানায় আসার জন্য বলেছি।