পটিয়ায় সন্ত্রাসী হামলায় স্কুল ছাত্রীসহ আহত ২
নিজস্ব সংবাদদাতা
২০ অক্টোবর, ২০২২, 12:28 AM

নিজস্ব সংবাদদাতা
২০ অক্টোবর, ২০২২, 12:28 AM

পটিয়ায় সন্ত্রাসী হামলায় স্কুল ছাত্রীসহ আহত ২
পটিয়া প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় সন্ত্রাসী হামলায় এসএসসি পরিক্ষার্থীসহ দুইজন গুরতর আহত হয়েছে। আহতরা হলেন, উপজেলার ধলঘাট ইউনিয়নের দক্ষিণ সমুরা গোপাল ড্রাইভারের বাড়ির এলাকার মৃত ভোলা দাশের কণ্যা স্কুল ছাত্রী ছম্পা দাশ(১৭) ও তার স্ত্রী সুমিতা দাশ (৪২)।
এরমধ্যে ছম্পা দাশের অবস্থা গুরতর হওয়ায় তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গত মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে এ ঘটনাটি ঘটে।
এ ঘটনায় সুমিতা দাশ বাদী হয়ে ৬জনকে অভিযুক্ত করে পটিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন, জুয়েল দাশ, বাবলা দাশ, সোহাগ দাশ, হৃদয় দাশ, শান্তা দাশ ও জুুনু দাশ।
অভিযোগ সূত্রে জানা যায়, বাদী ও বিবাধীদের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে গ্রাম্য আদালতে মামলা চলমান রয়েছে। স্থানীয় চেয়ারম্যান মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে ভোগ দখল না করার নির্দেশ দেন। তবে বিবাদীরা প্রভাব কাটিয়ে পুকুর পানি সেচ করে মাছ বিক্রির চেষ্টা করে । এতে বাঁধা দিলে অভিযুক্তরা অতর্কিত হামলা চালায় বাদীর উপর। মাকে বাঁচাতে গেলে স্কুল ছাত্রী ছম্পা দাশের উপর ও হামলা চালায় তারা। পরে তাদের বসতঘর ভাংচুর, টাকা পয়সা লুটপাটসহ দুইটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ আনা হয়।
পরে স্থানীয়রা এসে হামলায় আহতদের উদ্ধার করে মেডিকেলে নিয়ে যায়।
আহত সুমিতা দাশ বলেন, এ ঘটনার পর থেকে জুয়েল দাশ প্রকাশ্যে হুমকি দিচ্ছে থানায় মামলা বা অভিযোগ করলে তাদের প্রাণে মেরে ফেলবে। আমরা এর সটিক বিচার চাই। এছাড়াও প্রশাসনকে তাদের জীবনের নিরাপত্তা দেওয়ার ও অনুরোধ জানান।
এ বিষয়ে পটিয়া থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। অভিযোগ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।