ঢাকা ১৮ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
বিট কর্মকর্তাসহ ৬ জনকে জিম্মি করে মারধর, অভিযুক্ত বিএনপি নেতা অনিশ্চয়তায় মালয়েশিয়ার শ্রমবাজার ১৬ জুলাই, মার্চ টু গোপালগঞ্জ!: সারজিস ভালুকায় মা-শিশুসহ ৩ জনকে গলাকেটে হত্যা, পুলিশের ধারণা আপনজন জড়িত শিক্ষা ও শৃঙ্খলা বিনষ্টের প্রতিবাদে দক্ষিণ জেলা ছাত্রদলের বিক্ষোভ মালদ্বীপে ইমিগ্রেশন জটিলতা এড়াতে পাসপোর্ট রিনিউতে হাইকমিশনের পরামর্শ চট্টগ্রাম নগরীতে আটক পটিয়ার ইউপি চেয়ারম্যান জসিম চট্টগ্রাম নগরীতে আটক পটিয়ার ইউপি চেয়ারম্যান জসিম পটিয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মর্মান্তিক মৃত্যু মালয়েশিয়ায় ইমিগ্রেশন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা

পটিয়ায় সন্ত্রাসী হামলায় আহত শামসুল আলমের মৃত্যু

#

নিজস্ব সংবাদদাতা

৩০ ডিসেম্বর, ২০২৪,  5:53 PM

news image

মোরশেদ আলম:- পটিয়ার হাইদগাঁও ইউনিয়নে সন্ত্রাসী হামলায় আহত শামসুল আলম ৯ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মারা গেছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার (৩০) ভিসেম্বর সকাল ৬ টায় তিনি মারা যান। 

নিহত শামসুল আলম (৪৫) পটিয়ার পূর্ব হাইদগাঁও ৬ নং ওয়ার্ডের কালা মিয়ার পুত্র। তিনি পটিয়া পৌরসভার সুচক্রদন্ডী ২ নং ওয়ার্ডে পরিবার নিয়ে বসবাস করতেন।

গত ২১ ডিসেম্বর পটিয়ার পূর্ব হাইদগাঁও গ্রামের ভাঙ্গাপুল এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছিলেন শামসুল আলম । এরপর থেকেই সে সংকটাপন্ন অবস্থায় চমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন।

দরিদ্র কৃষক সামশুর দুই সন্তান কানিজ ফাতিমা (১১) ও মোহাম্মদ ইব্রাহিম (৭) রয়েছে। 

সামশুল আলমের স্ত্রী সুমি আকতার বলেন, আমার স্বামীর কোন অপরাধ ছিল না। তিনি গত ২১ ডিসেম্বর বিকাল ৪ টায় হাইদগাঁও গ্রামের ঘর থেকে বের হয়ে পটিয়া পৌরসভা এলাকায় বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে হাইদগাঁও ভাঙাপুল এলাকায় পৌছালে পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে ওৎ পেতে থাকা স্থানীয় সন্ত্রাসী ইউনুছ প্রকাশ বাচার নেতৃত্বে ১৫/১৬ জন তার উপর লোহার বড়, হাতল ও কিরিচ দিয়ে হামলা চালায়। এই সময় লোহার রড কিরিচের আঘাতে তার মাথা তেতলে যায় ও শরীরের বিভিন্ন অংশে মারাত্মকভাবে জখম হয়। বেদড়ক পিটানোর পর মৃত্যু হয়েছে ভেবে রাস্তার পাশে ফেলে যায় তাকে। হামলার সময় শত শত লোকজন বেরিয়ে আসলেও ওই সন্ত্রাসীদের ভয়ে কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসেনি।


সুমি আকতার বলেন,পরে এলাকাবাসী আমার স্বামীকে মুমূর্ষু অবস্থায় পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। এরপর থেকেই তিনি আইসিইউতে ভর্তি ছিলেন। 


সুমি আকতারের অভিযোগ, তাদের একটি জায়গা ভুমিদস্যু মোহাম্মদ ইউনুচ নানাভাবে গ্রাস করতে চেয়েছিল। আমার স্বামী বাধা হয়ে দাঁড়ানোর কারণে এর আগেও ১৪ নভেম্বর তার উপর নির্মম নির্যাতন চালায়। যার প্রেক্ষিতে তার স্বামী পটিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এদিকে ২১ ডিসেম্বর শামশুল আলমের উপর হামলার ঘটনায় তার স্ত্রী সুমি আকতার বাদি হয়ে ২২ ডিসেম্বর একটি মামলা করেছেন। মামলায় ইউনুছ প্রকাশ বাচা (৪০), মোঃ নাছির (৪২), মোঃ রফিক (৪৪), মোঃ মাইনু (২৫), মোঃ রাজ (২০), রিদ্দু (২২), মোঃ মারুফ (২৫), আবু মোরশেদ (৩৫), মোঃ মুছা (৪৫), আবু সিদ্দিক প্রকাশ মিন্টু (৪০), আবু তালেব (৪২), মোঃ কামাল (৪০), মো ওসমান (৪০), মোস্তাক (৪২), ফরিদ (৫০) ও মোঃ জাফরকে (৪৪) আসামি করা হয়।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী