ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

পটিয়ায় শিশু বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

#

নিজস্ব সংবাদদাতা

২০ জানুয়ারি, ২০২৫,  1:43 AM

news image

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:- চট্টগ্রামের পটিয়ায় এতিমখানার এক শিশুকে বলাৎকারের অভিযোগে এক হুজুরকে গ্রেফতার করা হয়েছে। ওই হুজুরের নাম আবু বক্কর ছিদ্দিক (২৪)। সে কক্সবাজার জেলার পেকুয়া নানদিরপাড়া গ্রামের মৃত মনজুর আলমের পুত্র। রবিবার রাতে পটিয়া উপজেলার দক্ষিণ ভুর্ষি ইউনিয়নে এই বলাৎকারের ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, বলাৎকারের অভিযোগে গ্রেফতারকৃত আবু বক্কর ছিদ্দিক দীর্ঘদিন পটিয়া উপজেলার দক্ষিণ ভুর্ষি ইউনিয়নের বাণিপুর শাহ রশিদিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক ও স্থানীয় একটি মসজিদের ইমাম। গত ১১ জানুয়ারি প্রথম বলৎকারের শিকান হন ১৩ বছরের এক শিশু। রবিবারও শিশুটিকে বলাৎকারের চেষ্টা করা হলে শিশুটি কৌশলে বিষয়টি পরিবারকে জানান। পরে শিশুটির মামা নাছির উদ্দীন এতিমখানায় গিয়ে প্রথমে এতিমখানা পরিচালনা কমিটিকে অবহিত করেন। ঘটনার সত্যতা পাওয়ায় এতিমখানা পরিচালনা কমিটির পরামর্শে ৯৯৯ এ ফোন করে পুলিশের সহযোগিতা চান। পরে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হুজুর আবু বক্কর ছিদ্দিককে গ্রেফতার করেন। বলাৎকারের অভিযোগে রাতে পটিয়া থানায় শিশুর মামা নাছির উদ্দীন বাদী হয়ে একটি মামলা করেছেন।

এবিষয়ে পটিয়া থানার উপ পরিদর্শক মো: কামরুজ্জামান জানান, এতিমখানায় শিশু বলাৎকারের দায়ে হুজুরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত হুজুর সত্যতা নিশ্চিত করায় রবিবার (১৯ জানুয়ারি) রাতেই থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী