পটিয়ায় শিক্ষক নিখোঁজ, উদ্বেগে পরিবার
নিজস্ব সংবাদদাতা
১৭ জুন, ২০২৫, 1:07 AM

নিজস্ব সংবাদদাতা
১৭ জুন, ২০২৫, 1:07 AM

পটিয়ায় শিক্ষক নিখোঁজ, উদ্বেগে পরিবার
নিজস্ব প্রতিবেদক, পটিয়া: চট্টগ্রামের পটিয়া উপজেলার আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রিটন ভট্টাচার্য্য হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় তার পরিবার, সহকর্মী ও শিক্ষার্থীদের মধ্যে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে। সোমবার (১৬ জুন) দুপুরে তিনি মঠপাড়ার নিজ গ্রামের বাড়ি থেকে পটিয়া সদরের বাসায় ফেরার পথে নিখোঁজ হন।
পরিবার সূত্রে জানা গেছে, দুপুরের পর থেকে রিটনের ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। সম্ভাব্য আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের সঙ্গে যোগাযোগ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরিবারের পক্ষ থেকে বিষয়টি পটিয়া থানায় অবহিত করা হয়েছে। থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, মোবাইল নম্বর ট্র্যাকিংয়ের মাধ্যমে তার অবস্থান শনাক্তের কাজ শুরু হয়েছে এবং যত দ্রুত সম্ভব তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
নিখোঁজ রিটন ভট্টাচার্য্য পেশাগত জীবনে একজন সৎ ও আদর্শ শিক্ষক হিসেবে পরিচিত। তার হঠাৎ নিখোঁজ হওয়ার ঘটনায় স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ পুরো এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।