পটিয়ায় শাহাদাতে কারবালা দিবস উপলক্ষে র্যালী ও সমাবেশ
নিজস্ব সংবাদদাতা
১৩ আগস্ট, ২০২২, 4:31 PM

নিজস্ব সংবাদদাতা
১৩ আগস্ট, ২০২২, 4:31 PM

পটিয়ায় শাহাদাতে কারবালা দিবস উপলক্ষে র্যালী ও সমাবেশ
মোরশেদ আলম, পটিয়া : মিথ্যা-অবিচার-স্বৈরতার কবল থেকে সত্য ও মানবতার মুক্তি সাধনায় সর্বকালের সর্বোচ্চ মহা শাহাদাত, মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবস উপলক্ষে বিশ্ব সুন্নী আন্দোলন, বাংলাদেশ পটিয়া শাখার উদ্যোগে শনিবার দুপুরে এক শোক র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শোক র্যালীটি পটিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
সংগঠনের প্রবর্তক আল্লামা ইমাম হায়াতের দিকনির্দেশনায় আয়োজিত র্যালী ও সমাবেশে সভাপতিত্ব করেন, সংগঠনের কেন্দ্রীয় নেতা হাফেজ আল্লামা ইলিয়াছ শাহ। প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় নেতা আল্লামা আবু আরেফ সারতাজ। বিশেষ অতিথি ছিলেন, আল্লামা শেখ নঈম উদ্দিন, কামরুল ইসলাম নকিব, আব্দুল বারেক।
র্যালী পরবর্তী সমাবেশে বক্তারা দশ-ই মহররম শাহাদাতে কারবালা দিবসকে ঈমানী অস্তিত্বের রক্ষক ও মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস এবং মানবতার মুক্তির মহা শাহাদাত হিসেবে উল্লেখ করে বলেন, প্রাণপ্রিয় ইমামে আকবর সাইয়েদেনা হজরত ইমাম হুসাইন রাদিআল্লাহু আনহুর অতুলনীয় মহান শাহাদাতের মধ্যেই নিহিত সত্য ও জীবনের মর্মধারা তথা দুনিয়ার পূর্বাপর সমস্ত জিহাদ ও শাহাদাতের সম্মিলিত পূর্ণ মর্ম। তাঁরা বলেন, মহান ইমামে আকবর রাদিআল্লাহু আনহুর শাহাদাতের শিক্ষা ও তাৎপর্য উপলব্দি ব্যতীত ঈমান ও দ্বীন বুঝা সম্ভব নয় এবং প্রকৃত ইসলাম ও ইসলামের নামে ছদ্মবেশী কূফরীর প্রতারণার পার্থক্যও বুঝা সম্ভব নয়।
মহান শাহাদাতে কারবালার শিক্ষা ও নির্দেশনায় দুনিয়াব্যাপী বিরাজমান মিথ্যা-অবিচার-জুলুম-শোষণ ভিত্তিক একক গোষ্ঠিবাদী স্বৈর মুলুকিয়ত রাষ্ট্রব্যবস্থা ও জীবন বিধ্বংসী বিশ্বব্যবস্থার কবল থেকে মুক্তির লক্ষ্যে সত্য-সুবিচার-মানবতা-অধিকার ভিত্তিক সর্বজনীন মানবিক সমাজ-রাষ্ট্র-বিশ্বব্যবস্থা খেলাফতে ইনসানিয়াত গড়ে তোলার বিপ্লবী লক্ষ্যে দৃঢ় অঙ্গীকার গ্রহনের জন্য বক্তারা সবার প্রতি আহ্বান জানান।