পটিয়ায় শাপলা কুঁড়ি ঘর দিল আ'লীগ পরিবারকে
নিজস্ব সংবাদদাতা
০৩ ডিসেম্বর, ২০২২, 7:17 PM

নিজস্ব সংবাদদাতা
০৩ ডিসেম্বর, ২০২২, 7:17 PM

পটিয়ায় শাপলা কুঁড়ি ঘর দিল আ'লীগ পরিবারকে
মোরশেদ আলমঃ- চট্টগ্রামের পটিয়া উপজেলা আওয়ামী লীগের ত্যাগী নেতা মৃত ডাঃ সজল কান্তি খাস্তগীর'র অসহায় স্ত্রীকে নতুন পাকা ঘর শাপলা কুঁড়ি সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে নতুন ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে।
শনিবার সকালে ঘরের চাবি হাতে তুলে দিয়েছেন সংস্থার চেয়ারম্যান ও পটিয়া পৌরসভার মেয়র মো: আইয়ুব বাবুল।
এ সময় মেয়র বলেন, শাপলা কুঁড়ি সমাজ কল্যাণ সংস্থা হচ্ছে একটি কল্যাণমূলক সামাজিক সংগঠন। এ সংগঠনের মাধ্যমে গরীব, দুস্ত, অসহায় সদস্যদের মাঝে বিভিন্ন শিক্ষা সামগ্রী, ঈদ সামগ্রী বিতরণ এবং প্রতিবছর সংস্থার পক্ষ থেকে ৫০জন মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে বার্ষিক পড়ালেখার সম্পূর্ণ খরচ বহন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, কাউন্সিলর প্যানেল মেয়র-১ রূপক কুমার সেন, কাউন্সিলর গোফরান রানা, কাউন্সিলর গিয়াস উদ্দিন আজাদ, সংরক্ষিত আসন-১ প্যানেল মেয়র-৩ এর মহিলা কাউন্সিলর বুলবুল আক্তার, ট্রাস্টের সাধারণ সম্পাদক রওশনগীর আমিরী, পৌরসভা শাপলা কুঁড়ির আসরের সাবেক সাধারণ সম্পাদক মনজুর আলম, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, পটিয়া পৌরসভা শাপলা কুঁড়ির আসরের সভাপতি নাঈম উদ্দিন, সহ-সভাপতি আবু সাঈদ তালুকদার খোকন, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম প্রমুখ।