পটিয়ায় লবণ মিলে চুরি, পালানোর সময় আটক ৩
নিজস্ব সংবাদদাতা
২৫ সেপ্টেম্বর, ২০২৫, 8:30 PM

নিজস্ব সংবাদদাতা
২৫ সেপ্টেম্বর, ২০২৫, 8:30 PM

পটিয়ায় লবণ মিলে চুরি, পালানোর সময় আটক ৩
মোরশেদ আলম, পটিয়া, চট্টগ্রাম :- চট্টগ্রামের পটিয়ার ইন্দ্রপুল এলাকায় লবণ মিলে চুরি করে পালানোর সময় ৩ জনকে গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোর রাতে পটিয়া সদরের সুচক্রীদন্ডী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-পটিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের সুচক্রদন্ডী (ইদ্রিস সাংবাদিকের বাড়ী) এলাকার মৃত জাহাঙ্গীর আলমের পুত্র নাঈম উদ্দিন আরাফাত (২২), একই এলাকার আনোয়ার রহমানের বাড়ী'র মৃত মোঃ আবুল হোসেনের পুত্র মোঃ আল আমীন হোসেন জীবন (২৫) এবং ১নং ওয়ার্ড কাগজীপাড়া (ওখাড়া, জালাল মাষ্টারের বাড়ী প্রঃ আব্দুল্লাহর বাপের বাড়ী) এলাকার মৃত আব্দুল ছাত্তারের পুত্র মোঃ শাহ আলম (৪৫)।
পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা বলেন, আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে। চুরি-ছিনতাইয়ের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।