পটিয়ায় রাইড শেয়ার চালককে বেঁধে রেখে ছিনতাই, হত্যাচেষ্টা
নিজস্ব সংবাদদাতা
১০ এপ্রিল, ২০২৫, 12:27 AM

নিজস্ব সংবাদদাতা
১০ এপ্রিল, ২০২৫, 12:27 AM

পটিয়ায় রাইড শেয়ার চালককে বেঁধে রেখে ছিনতাই, হত্যাচেষ্টা
মোরশেদ আলম: পটিয়ার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নে এক রাইডশেয়ার চালককে মারধর, ছুরিকাঘাত, গলায় রশি দিয়ে শ্বাসরোধের চেষ্টা এবং পরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রেখে সর্বস্ব ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
ভুক্তভোগী মো. আলমগীর (৪০) নামের এক মোটরসাইকেলচালক পটিয়া থানায় লিখিত অভিযোগে জানান, গতকাল (৮ এপ্রিল ২০২৫) রাত ৮টার দিকে তিনি কর্ণফুলী ব্রিজ এলাকায় অপেক্ষারত অবস্থায় এক অজ্ঞাত যাত্রী তাকে পটিয়া থানার অন্তর্গত খানমোহনা রেলস্টেশনে যাওয়ার জন্য ভাড়া করে। যাত্রীটির কথায় তিনি গন্তব্যের একটু সামনে ১৩ নম্বর দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের কেচিয়াপাড়া মহাশ্মশান এলাকায় পৌঁছালে সেখানে পূর্বে থেকে ওঁত পেতে থাকা আরও দু’জন সহযোগী মিলে মোট তিনজন মিলে তাকে অতর্কিতে আক্রমণ করে।
ভুক্তভোগী জানান, তারা প্রথমে তাকে মোটরসাইকেল থেকে জোরপূর্বক নামিয়ে কিল-ঘুষি ও লাথি মারতে থাকে। একজন ধারালো অস্ত্র দিয়ে তার ডান পায়ে দুইবার আঘাত করে। এরপর তারা তাকে মাটিতে ফেলে গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যাচেষ্টা চালায় এবং শেষপর্যন্ত বৈদ্যুতিক খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখে।
পরে দুর্বৃত্তরা তার কাছ থেকে একটি মোবাইল (মূল্য আনুমানিক ৩,০০০ টাকা), নগদ ২,০০০ টাকা এবং একটি হোন্ডা ড্রিম মোটরসাইকেল (মূল্য আনুমানিক ৮০,০০০ টাকা) ছিনিয়ে নেয়।
আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় তিনি পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন এবং পরে থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন।