ঢাকা ২২ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয় আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয় ক্রিকেটে নতুন যুগের সূচনা: আবির্ভাব হলো টেস্ট টোয়েন্টি দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২

পটিয়ায় যৌতুকের জন্য প্রাণ গেল প্রবাসীর স্ত্রীর

#

নিজস্ব সংবাদদাতা

০১ মে, ২০২৩,  5:05 PM

news image

মোরশেদ আলম,পটিয়া: চট্টগ্রামের পটিয়ায় এক প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের নাম জেরিন আক্তার(২১)। সে উপজেলার কচুয়াই ইউনিয়নের ১নং ওয়ার্ডের শেখ মুহাম্মদ পাড়া এলাকার আবুদাবী প্রবাসী মো. দিদারুল আলমের স্ত্রী। রবিবার (৩০ এপ্রিল) রাত ১০টার দিকে পটিয়া থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। এইদিকে এই ঘটনার পর থানায় অভিযোগ করতে গেলে পুলিশ অভিযোগ নেননি বলে জানান তার পরিবার। এইদিকে মেয়ে হত্যার বিচার চেয়ে সোমবার দুপুরে মানববন্ধন করেছে তার পরিবার ও পটিয়ার সচেতন মহলের ব্যানারে।

জেরিন আক্তারের মামা জয়নাল আবেদিন বলেন, ২০২০ সালের ৩০ মার্চ করোনা মহামারির সময় কচুয়াই শেখ মোহাম্মদ পাড়ার মোঃ সালামত আলী খানের কনিষ্ঠ সন্তান আবুধাবি প্রবাসী মোঃ দিদার আলম(৩৫) এর সাথে বিয়ে হয় জেরিনের। তাদের ঘরে দেড় বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে। সম্প্রতি ঈদ উপলক্ষে দেশে আসলে বিয়ের সময় দাওয়াত খাওয়াতে না পারার বিষয় নিয়ে মনোমালিন্য হয় বলে জানান তিনি। তিনি পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, আমার ভাগনিকে পরিকল্পনা অনুযায়ী তারা হত্যা করেছে। পটিয়া থানার পুলিশের কাছে আমরা হত্যার বিষয়ে অভিযোগ দায়ের করতে যায়। তারা আমাদের অভিযোগ গ্রহণ না করে তা তদন্ত করবে বলে আমাদের পাঠিয়ে দেন। মানববন্ধনে তার মা জেসমিন আক্তার অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকে আমার মেয়ের শশুর বাড়ির বিভিন্ন আবদার মিটিয়ে আসছি। কয়েকমাস ধরে আমার মেয়ের নিকট থাকা ৫ভরি স্বর্ণলাংকার তারা বিভিন্ন অযুহাতে আত্মসাত করতে চেয়েছিল। এ নিয়ে কয়েকবার আমার মেয়েকে তার শশুর বাড়ির লোকজন মারধর করে। সর্বশেষ তারা আমার মেয়েকে হত্যা করে আমাদেরকে খবর দেই আমার মেয়ে স্টোক করেছে। আরেকবার বলে ফাঁসি খেয়েছে। আমার মেয়েকে তারা পরিকল্পিত ভাবে হত্যা করেছে। আমার মেয়ে হত্যার বিচার চাই আমি। মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, তার বাবা আমীর আলি, মামা শোয়েব আলি, শেখ মিজানুর রহমান, অভিরুপ ভট্ট্যাচার্য, শেখ রেজাউল করিম, ইরফান উদ্দিন, ইমতিয়াজ উদ্দিন সহ প্রমুখ।

পটিয়া থানার ওসি প্রিটন সরকার জানান, কচুয়াই গৃহবধুর রহস্যজনক মৃত্যুর সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যান। আমরা সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ করে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করব বলেছি তার স্বজনদের। আমাদের কাছে কেউ অভিযোগ নিয়ে আসেনি। আমরা নিজেরাই ফোন করে তাদের বলেছি অভিযোগ নিয়ে আসতে। আমি সুরতহাল রিপোর্ট সহ সকল প্রমানাধি নিয়েছি। আশা করছি খুব শীগ্রই জেরিন হত্যার আসল ঘটনা উদঘাটন হবে।

#এনএল#এমএ


logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী