ঢাকা ১৯ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
ক্রিকেটে নতুন যুগের সূচনা: আবির্ভাব হলো টেস্ট টোয়েন্টি দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা

পটিয়ায় যুবলীগ নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল_মুক্তি না দিলে কঠোর কর্মসূচীর হুশিয়ারী

#

নিজস্ব সংবাদদাতা

২২ ডিসেম্বর, ২০২৩,  3:32 PM

news image

মোরশেদ আলম:- চট্টগ্রামের পটিয়ায় যুবলীগ নেতা ডি.এম জমির উদ্দিনকে গ্রেফতারের প্রতিবাদে যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক বদিউল আলমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে আ'লীগ, যুবলীগ সহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে কয়েক শত নেতাকর্মীদের নিয়ে এই মিছিলটি পৌরসদরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে শেষ হয়।

এতে অংশগ্রহণ করেন, যুবলীগ নেতা লিটন বড়ুয়া, কচুয়াই ইউপি চেয়ারম্যান ইনজামুল হক জসীম, পৌর আ'লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল মোহাম্মদ নিজাম উদ্দিন, জসিম উদ্দিন, সাইফুল্লাহ পলাশ, শ্রমীক লীগ নেতা শফিকুল ইসলাম শফি, যুবলীগ নেতা মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফু , জয়নাল আবেদিন রাসেল, কামাল উদ্দিন, মো. আরিফ, নয়ন শর্মা ও ছাত্রলীগ নেতা মো. সাকিব হোসেন প্রমুখ।

এসময় যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক বদিউল আলম বলেন, দলীয় নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে নৌকার নিশ্চিত বিজয়কে রুখে দিতে ও নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্রে লিপ্ত আছে বিএনপি, জামাত জাতীয় পার্ঠির এজেন্ডা বাস্তবায়নকারী সামশুল হক চৌধুরী।
তার ধরুন প্রধানমন্ত্রীর বিশ্বস্ত দলের দুঃসময়ের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে বিগত ১৫ বছর ধরে হয়রানি করে আসছে।

তিনি আরো বলেন, আজ পটিয়ার আওয়ামী রাজনীতির ত্যাগী নেতা জমির উদ্দিনকে মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে বলছি_ এই মিথ্যা মামলা প্রত্যাহার করে যুবলীগ নেতা জমির উদ্দিন কে মুক্তি না দিলে কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য থাকব।

উল্লেখ্য, ২০২১ সালে সাইবার ট্রাইবুন্যাল আদালতে করা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় শুক্রবার ভোরে জেলা ডিবির সদস্যরা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক জমির উদ্দিনকে গ্রেফতার করে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী