পটিয়ায় যুবলীগের সম্মেলন দুই গ্রুপের হাতাহাতিতে পন্ড
নিজস্ব সংবাদদাতা
২৮ অক্টোবর, ২০২২, 10:28 PM

নিজস্ব সংবাদদাতা
২৮ অক্টোবর, ২০২২, 10:28 PM

পটিয়ায় যুবলীগের সম্মেলন দুই গ্রুপের হাতাহাতিতে পন্ড
পটিয়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ- চট্টগ্রামের পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়ন যুবলীগের সম্মেলন দুই গ্রুপের হাতাহাতিতে পন্ড হয়ে গেছে। এ ঘটনায় আহত হয়েছে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শীতল তালুকদার ও সম্মেলনের কাউন্সিলর ডেবিড বড়ুয়া সহ কয়েকজন।
জানা যায়, শুক্রবার কাশিয়াইশ উচ্চ বিদ্যালয়ে বিকেল থেকে শুরু হওয়া ইউনিয়ন যুবলীগের সম্মেলনে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শীতল তালুকদার ছাত্রলীগের সাবেক নেতাদের এবং বর্তমান কমিটিতে থাকা ত্যাগী নেতাদের বাদ দিয়ে নিজের ইচ্ছেমত বিএনপি জামায়াতের লোকদের কাউন্সিলর করায় দিনভর চরম উত্তেজনা নেতাদের মধ্যে উত্তাপ ছড়ায়।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শীতল তালুকদার ভারতীয় নাগরীক হওয়ায় তার সভাপতিত্বে সম্মেলন করতেও তৃণমূল নেতাকর্মীরা আপত্তি জানান।
আরো জানা যায়, শীতল তালুকদার নিজের পেশী শক্তির জোরে সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ন আহ্বায়ক ইস্কান্দার আলি এবং উপজেলা যুবলীগের নেতৃবৃন্দের সাথেও কোনো ধরনের সমন্বয় না করে কাউন্সিলরের তালিকা প্রস্তুত করেন।
সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ন আহ্বায়ক ইস্কান্দার আলির কাছে জানতে চাইলে তিনি জানান, সম্মেলনের বাইরে হট্টোগোল হওয়ায় কমিটি ঘোষণা না দিয়ে স্থান ত্যাগ করে চলে যান উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ।
ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক নিউটন মেম্বার জানান, বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিয়নে যুৃবলীগের কমিটিতে বর্তমানে যারা দায়িত্বে রয়েছে তাদের বাদ দিয়ে ইচ্ছেমত কাউন্সিলর তালিকা করায় এই গন্ডগোলের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে পটিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসান উল্লাহ চৌধুরী ও যুগ্ন আহ্বায়ক ইমরান উদ্দিন বশির জানান, ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ আমাদেও উপর আস্থা রেখে বলেছে, আমরা যে সিদ্ধান্ত দিব তা তারা মেনে নিবে বলে আশ্বস্ত করেছেন। প্রার্থী বেশি তাই আমরা কমিটি ঘোষণা না দিয়ে চলে এসেছি। সম্মেলনের ভিতরে কোনো গন্ডগোল হয়নি। বাইরে হলে এটার দায় পটিয়া উপজেলা যুবলীগ নিবেনা।