ঢাকা ১৪ মার্চ, ২০২৫
সংবাদ শিরোনাম
পটিয়ায় যুবককে পিটিয়ে টাকা ছিনতাই, চরম আতঙ্কে স্থানীয়রা আরও দুই মাস বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি মারা গেছে বালু ব্যবসা নিয়ে যুবদল-বিএনপি সংঘর্ষ, টেঁটাবিদ্ধ ৩০ মাগুরার শিশুটির শারীরিক অবস্থার অবনতি পটিয়ায় ফ্যানের সঙ্গে ঝুলে যুবকের আত্মহত্যা জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা যুক্তরাজ্যের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিয়েছে অ্যাপল পটিয়ায় নারীর প্রতি সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানববন্ধন ভলকার তুর্কের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বলল সেনাবাহিনী

পটিয়ায় যুবককে পিটিয়ে টাকা ছিনতাই, চরম আতঙ্কে স্থানীয়রা

#

নিজস্ব সংবাদদাতা

১৩ মার্চ, ২০২৫,  9:37 PM

news image

মোরশেদ আলম:- চট্টগ্রামের পটিয়া পৌরসভার বৈলতলী রোড এলাকায় মোঃ গাফফার (৩০) নামে এক যুবককে পিটিয়ে তার কাছ থেকে ১০ হাজার  টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

আহত গাফফার রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বাবার নাম জাকির হোসেন। তিনি আকিজ ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানিতে চাকরি করেন এবং গত তিন মাস ধরে পরিবার নিয়ে পটিয়ায় ভাড়া বাসায় বসবাস করছেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে ছিনতাইকারীরা তার ওপর হামলা চালায়। তারা গাফফারকে মারধর করে নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেয়।

আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক ডা. সেলিম উদ্দিন জানান, গাফফারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।

এ বিষয়ে পটিয়া থানার ওসি (তদন্ত) আতাউর রহমান জানিয়েছেন, "এই ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে, দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।"

এদিকে, সম্প্রতি পটিয়া এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা বৃদ্ধি পাওয়ায় চরম আতঙ্কে রয়েছে স্থানীয়রা। দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী