ঢাকা ২১ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয় আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয় ক্রিকেটে নতুন যুগের সূচনা: আবির্ভাব হলো টেস্ট টোয়েন্টি দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২

পটিয়ায় যাত্রীবাহী ২ বাসের মুখোমুখি সংঘর্ষ- আহত-২২

#

নিজস্ব সংবাদদাতা

০১ আগস্ট, ২০২৩,  7:45 PM

news image

মোরশেদ আলম, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:- চট্টগ্রামের পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন ২২জন যাত্রী।

মঙ্গলবার (১ আগষ্ট) সকাল সাড়ে১০টার দিকে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের শাহগদী মার্কেট এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটেছে।

আহত ২২জনের মধ্যে ৩জনের অবস্থা গুরতর হওয়ায় পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল(চমেকে) প্রেরণ করা হয়েছে। 

আহতরা হলেন- লোকমান হাকিম (৪০), মো. আরফাত (২৭), ইসমত আরা (৩২), মিজান (১৮), আবুল বশর (৬৬), মিটন দাশ (৩৫), অনিল নাথ (৫২), নজরুল ইসলাম (৩২), তপন বিশ্বস (৫০), জোবায়ের (৩২), প্রিন্স (২৭), পুস্পেন কুমার (৪৭), শাহাদাব হোসেন (৫৫), আবদুর রহমান (৫৮), বেলায়েত হোসেন (৩৪), জাহানারা বেগম (৭০), সরোয়ার (৬১), জান্নাতুল মাওয়া (৬০), মো. রফিক (৫৪), চন্দন (৫০), সাইফুল ইসলাম (৩৮) ও ইয়াছিন (১০)। 

স্থানীয় প্রত্যক্ষদর্শী রবিউল ইসলামের বরাদ দিয়ে জানা যায়, মঙ্গলবার সকালে শহর থেকে কক্সবাজারমূখী ইউনিক পরিবহনের একটি চেয়ারকোচের সঙ্গে পটিয়া ছেড়ে যাওয়া চট্টগ্রামমুখী একটি মিনি বাসের সঙ্গে মুখোমূখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের ২২জন যাত্রী আহত হন। ঘটনার খবর পেয়ে পটিয়া ফায়ার ফার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করেন।

পটিয়া হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার সামিয়া হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আহত ২২ জনের মধ্যে কয়েকজনের অবস্থা গুরতর হওয়ায় তাদের চমেকে প্রেরণ করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ স্নেহাংশু বিকাশ সরকার জানান, দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কিছু যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে চালকের অবস্থা খুবই আশঙ্কাজনক। বাকি আহতরা পটিয়া হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহণ করেছেন।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী