পটিয়ায় মুক্তিযোদ্ধা সন্তান সংসদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন
নিজস্ব সংবাদদাতা
২৪ জুলাই, ২০২২, 12:55 AM

নিজস্ব সংবাদদাতা
২৪ জুলাই, ২০২২, 12:55 AM

পটিয়ায় মুক্তিযোদ্ধা সন্তান সংসদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন
পটিয়া প্রতিনিধিঃ পটিয়ায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার সন্ধায় পটিয়ার একটি রেস্তোরায় আয়োজিত এ অনুষ্ঠানে পটিয়া উপজেলা আহবায়ক হাবিবুর রশীদ শাকিলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সোলায়মান মিয়া।
বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা মহাসচিব মো. শফিকুল আলম, যুগ্ন মহাসচিব আলহাজ্ব আলমগির কবির সোহাগ, বীর মুক্তিযোদ্ধা এন ইসলাম, ৭৫ পরবর্তী ছাত্রলীগের সভাপতি, সাবেক ও বীরমুক্তিযোদ্ধা কমান্ডার চৌধুরী মাহবুব, উপজেলা সাবেক বীরমুক্তিযোদ্ধা কমান্ডার মো. মহিউদ্দিন চেয়ারম্যান, পটিয়া পৌরসভার মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, আলী আহমদ, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের জেলা সভাপতি কফিল উদ্দিন, চট্টগ্রাম মহানগর এর সভাপতি মনজুরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি জনাব উজ্জ্বল শর্মা দাদা, সম্পাদক আব্বাস উদ্দিন, দক্ষিণ জেলা সভাপতি আসাদুজ্জমান আসাদ, সম্পাদক সেলিম চোধুরী, পটিয়া উপজেলা সদস্য সচিব আলমগীর, যুগ্ন আহবায়ক শেফয়াত আহমেদ শাকিল, যুগ্ন আহবায়ক অরুন বাবু,সদস্য এ,এম নাহিদ-উল আলম, সদস্য জাবেদ,সদস্য রনি, সদস্য মাসুদ রানা, সদস্য তানভির,সদস্য আজিজ প্রমুখ।
এসময় বক্তারা মুক্তিযোদ্ধাদের ৭ দফা দাবি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর নিকট আবেদন জানান।