পটিয়ায় মুক্তিযোদ্ধাকে বাঁচাতে গিয়ে হামলার শিকার একজন
নিজস্ব সংবাদদাতা
১১ এপ্রিল, ২০২৪, 4:42 AM

নিজস্ব সংবাদদাতা
১১ এপ্রিল, ২০২৪, 4:42 AM

পটিয়ায় মুক্তিযোদ্ধাকে বাঁচাতে গিয়ে হামলার শিকার একজন
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:- চট্টগ্রামের পটিয়ায় এক মুক্তিযোদ্ধাকে প্রতিপক্ষের হাত থেকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হয়েছে আরব আলী নামের একজন।
বুধবার (১০ এপ্রিল) বিকেলে পটিয়া পৌরসদরের ৯নং ওয়ার্ড এলাকায় মল্ল বাড়ি জামে মসজিদের জায়গা দখল নিয়ে এই ঘটনা ঘটে।
আহত আরব আলী একই এলাকার মৃত আব্দুল বারিকের পুত্র। বর্তমানে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে এই ঘটনায় আহত আরবের ভাই মো. নুর আলী ৮জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৫ থেকে ৬ জনকে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগের বিষয়ে তিনি জানান, মল্ল বাড়ি জামে মসজিদের কবরস্থানের জায়গা অভিযুক্ত ব্যাক্তিরা দখল করতে গেলে মসজিদের সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন তাদের বাধা দেন। বাধা দেওয়ায় অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকে গালমন্দ ও মারধর করতে তেড়ে যায়। এ ঘটনার এক পর্যায়ে আরব আলী তাদের নিষেধ করতে গেলে আরব আলীর উপর চওড়া হয়ে তাকে বেধরক মারধর করে গুরতর আহত করে। পরে স্থানীয়রা ঘটনাস্থল গিয়ে আরব আলীকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং অবস্থা গুরতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেকে) নিয়ে যান।
তিনি স্থানীয় এমপি সহ সংস্লিষ্ট প্রশাসনের কাছে এই ঘটনার বিচার দাবি করেছেন।
এবিষয়ে পটিয়া থানার ওসি জসিম উদ্দিন জানান, এ ঘটনায় দু'পক্ষের পাল্টা অভিযোগ পেয়েছি। এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।