পটিয়ায় মাহি স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ
নিজস্ব সংবাদদাতা
২১ মার্চ, ২০২৩, 11:55 PM

নিজস্ব সংবাদদাতা
২১ মার্চ, ২০২৩, 11:55 PM

পটিয়ায় মাহি স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ
মোরশেদ আলম:- চট্টগ্রামের পটিয়ায় আইয়ুব সুলতানা ফাউন্ডেশনের উদ্যোগ, পটিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আইয়ুব বাবুল এর একমাত্র পুত্র প্রয়াত আতিক শাহরিয়ার মাহি স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষায় নির্বাচিতদের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার ২১শে মার্চ দুপুর ২টায় পটিয়া সরকারি কলেজের হল রুমে আয়োজিত পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী।
পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুলের সভাপতিত্বে ও মোহছেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা চাঁদ সুলতানার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাম্মেল হক, উপজেলা নির্বাহী অফিসার আতিকুল মামুন, ডাক্তার হাসান শহিদুল আলম, বিশিষ্ট লেখক ও গবেষক নেছার আহমেদ, শাপলা কুড়িঁ সমাজ কল্যাণ ট্রাষ্টের সদস্য সচিব খলিল মীর ডিগ্রি কলেজের অধ্যাপক এস এম রওশনগীর আমিরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা শাপলা কুঁড়ির আসরের সহ-সভাপতি কামরুল হাসান বাবু, ইসলাম আহমেদ, শহীদুল ইসলাম জুলু, শাপলা কুড়িঁ পটিয়া পৌরসভার সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, সহ-সভাপতি মীর এরশাদুর রহমান, আবু সাঈদ তালুকদার খোকন, আরাফাত হোসেন, তোহিদুল ইসলাম, সরফুদ্দিন বাবর, তানসিফ ইসমাঈল, ইমরান হোসেন প্রমূখ।
পরে আতিক শাহরিয়ার মাহি স্মৃতি মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দরা।