পটিয়ায় মাসুমা করিম ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
নিজস্ব সংবাদদাতা
১৭ ডিসেম্বর, ২০২১, 7:51 PM

নিজস্ব সংবাদদাতা
১৭ ডিসেম্বর, ২০২১, 7:51 PM

পটিয়ায় মাসুমা করিম ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
পটিয়া মাসুমা করিম ফাউন্ডেশনের উদ্যোগে পাঁচ হাজার রাজনৈতিক নেতা কর্মী ও এলাকার দুস্থ, প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের রশিদাবাদ এলাকায় মাসুমা করিম ফাউন্ডেশনের চেয়ারম্যান চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও বিজিএমইএ সাবেক সহ-সভাপতি মোহাম্মদ নাছির এসব কম্বল এবং শীতবস্ত্র বিতরণ করেছেন।
এসময় শীতের কম্বল হাতে পেয়ে আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছে কম্বল পাওয়া এলাকার মানুষরা। কম্বল পাওয়া দরিদ্র মানুষরা সাধুবাদ জানিয়েছেন মাসুমা করিম ফাউন্ডেশনকে।
এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভা পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ নাছির, মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, মহিউদ্দিন মহি, আবদুল মালেক, আলহাজ্ব নাজিম উদ্দীন, ওসমান গনি, জামাল উদ্দিন, ছৈয়দ তালুকদার, দিদারুল হক, আমির খান, এস এম দিদারুল হক নাসিম, হাসান মুরাদ, ফরিদ উদ্দিন বাবু,হাসিনা বেগম, রোকেয়া বেগম, কাজী নুরুদ্দীন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, শীতের প্রকোপ বাড়ার আগে ভাগেই মাসুমা করিম ফাউন্ডেশনের শীতবস্ত্র সুদূরপ্রসারী ভূমিকা রাখবে। এছাড়াও পটিয়া উপজেলার তৃনমুলের রাজনৈতিক নেতা কর্মীরাও উৎসাহ অনুপ্রেরণা পাবে। ভবিষ্যতে এধরণের মানবিক কাজে ফাউন্ডেশনকে এগিয়ে নিতে সবার প্রতি আহবান জানান।