নিজস্ব সংবাদদাতা
২৮ সেপ্টেম্বর, ২০২৪, 12:18 AM
পটিয়ায় মালবাহী ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সিএনজি চালকের, শঙ্কায় ৩ পুলিশ সদস্য
মোরশেদ আলম:- চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিন পুলিশসহ হতাহত হয়েছেন ৪জন। এতে নিহত হয়েছেন সিএনজি চালক আবদুল মান্নান (৪৫) ও গুরতর আহত হয়েছেন পটিয়া থানার এসআই খায়ের উদ্দিন ভুইয়া (৩৪), এসআই জুয়েল সরকার (৩২), তোয়াই চাক নয়ন (৩৫)। শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ সুত্রে জানা গেছে, পটিয়া থানার তিন এসআই জেলায় পরিদর্শক পদে পরীক্ষা দিতে যান। পরীক্ষা শেষে তারা সিএনজি নিয়ে পটিয়া থানায় ফেরার পথে উপজেলার শান্তিরহাট এলাকায় পৌছলে একটি সিমেন্টভর্তী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজি চালক মান্নান মারা গেছেন ও তিন পুলিশ সদস্য গুরুতর আহত হয়। আহতদের মধ্যে তিন পুলিশকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত ডাক্তার পাপিয়া চক্রবর্তী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। আহতদের অবস্থা খুবই গুরতর।
পটিয়া থানার ওসি জায়েদ নূর জানিয়েছেন, পটিয়া থানার তিন পুলিশ চট্টগ্রাম জেলায় পরীক্ষা দিয়ে ফেরার পথে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালক নিহত হন এবং তিন পুলিশ সদস্য গুরতর আহত হওয়ায় চমেকে দ্রুত পাঠানো হয়।