পটিয়ায় মসজিদের অফিসের তালা ভেঙে চুরি
নিজস্ব সংবাদদাতা
১৭ এপ্রিল, ২০২৩, 11:19 PM

নিজস্ব সংবাদদাতা
১৭ এপ্রিল, ২০২৩, 11:19 PM

পটিয়ায় মসজিদের অফিসের তালা ভেঙে চুরি
মোরশেদ আলম, পটিয়া:- চট্টগ্রামের পটিয়ায় তারাবির নামাজ চলাকালীন সময়ে ১ লাখ ২৬ হাজার টাকা চুরি হয়েছে।
গত শনিবার রাতে পৌর এলাকার ৬নং ওয়ার্ডস্থ নূরী মসজিদে এ চুরির ঘটনা ঘটে।
এ ঘটনায় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আনোয়ারুল হাকিম চৌধুরী বাদী হয়ে পটিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়েছে, শনিবার রাত সাড়ে ৮ টায় মসজিদে দায়িত্বরত ইমাম মোস্তাক আহমদ রেজভী অযু খানার ২য় তলাস্থ তার রুমের দরজা তালা দিয়ে তারাবির নামাজ পড়ানোর জন্য মসজিদে প্রবেশ করেন। রাত ১০ টায় নামাজ শেষে রুমে গিয়ে দেখেন রুম ও পাশে স্থিত অফিসের রুমের দরজার তালা ভাঙ্গা। পরে রুমে প্রবেশ করে দেখেন রুমের বিভিন্ন আসবাবপত্র ছড়ানো-ছিটানো অবস্থায় পড়ে আছে। পাঞ্জাবির পকেটে রাখা ১৮শ টাকাও নেই। পরে বিষয়টি জানতে পেরে মসজিদের সাধারণ সম্পাদক সহ লোকজন গিয়ে দেখেন অফিসের ফাইল কেবিনেটর ড্রয়ার ভাঙ্গা। ওই ড্রয়ারে মসজিদের পুকুর লাগিয়তকৃত ১ লাখ ৩ হাজার টাকা ও সপ্তাহিক চাঁদা ২৩ হাজার টাকা সহ মোট ১ লাখ ২৬ হাজার চুরি হয়েছে। ওই ঘটনায় রাতেই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এবিষয়ে পটিয়া থানার ওসি প্রিটন সরকার জানান, এই ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।