পটিয়ায় ভ্রাম্যমান আদালতে ৯ দোকানদারকে জরিমানা
নিজস্ব সংবাদদাতা
৩১ আগস্ট, ২০২২, 9:41 AM

নিজস্ব সংবাদদাতা
৩১ আগস্ট, ২০২২, 9:41 AM

পটিয়ায় ভ্রাম্যমান আদালতে ৯ দোকানদারকে জরিমানা
মোরশেদ আলম, পটিয়াঃ চট্টগ্রামের পটিয়ায় সরকারী নির্দেশনা অমান্য করে রাত আটটার পর দোকান খোলা রাখায় ৯টি দোকানকে ভ্রাম্যমান আদালতে ৯ হাজার টাকা জরিমানা করেছেন পটিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম।
মঙ্গলবার রাত ১০টার পর পটিয়া পৌর এলাকার সবুর রোড, স্টেশন রোড ও ক্লাব রোডে এ অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে পটিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম জানান, সরকার ঘোষিত রাত আটটার পর দোকান বন্ধ রাখার বিষয়ে প্রতিদিন সতর্ক করা হচ্ছে তারপরও তারা দোকান খোলা রাখছে। তিনি বলেন, পৃথক ৯টি মামলায় ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে বিভিন্ন দোকানদারকে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।