পটিয়ায় ভ্রাম্যমাণ মেলা বসিয়ে স্থানীয় ব্যবসায়ীদের ক্ষতি করতে দেওয়া হবেনা
নিজস্ব সংবাদদাতা
১৭ ডিসেম্বর, ২০২৪, 1:35 PM
নিজস্ব সংবাদদাতা
১৭ ডিসেম্বর, ২০২৪, 1:35 PM
পটিয়ায় ভ্রাম্যমাণ মেলা বসিয়ে স্থানীয় ব্যবসায়ীদের ক্ষতি করতে দেওয়া হবেনা
পটিয়া: পটিয়া পৌর সদরের বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ মেলা বসিয়ে ব্যবসায়ীদের ক্ষতিসাধণের পায়তারা করার বিরুদ্ধে মেলা বিরোধী বৈঠক ও আলোচনা সভা করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
সোমবার (১৬ ডিসেম্বর) রাতে ছবুর রোড, ক্লাব রোড, আদালত রোড, থানার মোড়স্থ সকল ব্যবসায়ীদের নিয়ে পটিয়া আলমপ্লাজা চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন আলম প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি আজগর। সমিতির যুগ্ম সাধারন সম্পাদক আলমগীর আলমের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্যবসায়ী কামাল উদ্দিন, মুসলিম উদ্দিন, আবু ছিদ্দিক, মোহামমদ ইছহাক, মো.জামাল, ডা. মোহাম্মদ ইয়াকুব, সমিতির৷ সাধারণ সম্পাদক মোহাম্মদ গাজি আমির, উদ্দিন, মো. ইয়াকুব, সাখাওয়াত হোসেন, মো. রাকিব, মো. মঞ্জুর, মো. বাবুল, মো. জ্যাকসন, মো. আরাফাত, মো. আজম, জুবাইয়ের, আব্দুল গফুর। আরো উপস্থিত ছিলেন, কায়ছার, আনিছ, লিটন, রফিক, আবছার, ফরমান ও সম্রাট প্রমুখ।
এসময় বক্তারা বলেন, করোনা মহামারী থেকে শুরু করে দেশের পরিস্থিতি অস্বাভাবিক হওয়ায় ব্যবসায়ীরা আশানুরূপ কোন ব্যবসা করতে পারছেন না। ঈদের সিজন আসলেই কিছু অসাধু লোকজন তাদের স্বার্থসিদ্ধি হাসিল করার জন্য ভ্রাম্যমাণ মেলা বসিয়ে স্থানীয় ব্যবসায়ীদের ক্ষতিসাধন করে আসছে। তারা বলেন, ব্যবসায়ী যারা আছেন সবাই ঈদ মৌসুম আসলে ব্যবসা করার আশা নিয়ে বসে থাকে। তারা আগামীতে এধরনের কোন মেলা বসালে সব ব্যবসায়ী এক সাথে তা প্রতিহত করার হুশিয়ারী উচ্চারণ করেন।