ঢাকা ২০ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
ক্রিকেটে নতুন যুগের সূচনা: আবির্ভাব হলো টেস্ট টোয়েন্টি দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা

পটিয়ায় ভূয়া নামজারী করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

#

নিজস্ব সংবাদদাতা

১০ নভেম্বর, ২০২২,  11:19 PM

news image

পটিয়া প্রতিনিধিঃ- পটিয়ায় ভূয়া নামজারী করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মৌরশীসূত্রে জায়গার মালিক মো. রফিক হাসান কতিপয় ব্যক্তির করা নামজারী বাতিল ও সংশোধন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য পটিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল ইসলামের বরাবরে গত ৬ নভেম্বর একটি অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, পটিয়া পৌরসদরের ৩নং ওয়ার্ডস্থ গোবিন্দারখীল এলাকায় খতিয়ানের বি.এস ২৩০১ ও ২৩০২ দাগের ১৬ শতক জায়গার বি.এস রেকর্ডীয় মালিক ইয়াছিন আলীর স্বত্বের মালিক ও দখলদার একই এলাকার মৃত সফর মুল্লুকের পুত্র রফিক হাসান। জায়গার মালিক রফিক হাসান উল্লেখিত জায়গা গুলো তার নামে মৌরশীসূত্রে নামজারী করতে গেলে তিনি জানতে পারে জায়গা গুলো কতিপয় ব্যক্তি দ্বারা ইতোমধ্যে ১৩৮৭ বি.এস মূলে নামজারী করা হয়েছে।

এই বিষয়ে রফিক হাসান জানান, আমার মৌরশী জায়গা একটি ভূমিদস্যু সিন্ডিকেট তাদের নামে নামজারী করে রেখেছে। আমি পটিয়ার সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবরে নামজারীকৃত খতিয়ান বাতিল করে সংশোধন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস সহ অভিযোগ দিয়েছি।

জানতে চাইলে পটিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. রাকিবুল ইসলাম বলেন, এই সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। একটা শুনানির দিন ধ্যার্য করে দিয়ে উভয় পক্ষকে হাজির হতে বলব। উভয় পক্ষের কাগজপত্র দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী