পটিয়ায় ভূয়া নামজারী করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা
১০ নভেম্বর, ২০২২, 11:19 PM

নিজস্ব সংবাদদাতা
১০ নভেম্বর, ২০২২, 11:19 PM

পটিয়ায় ভূয়া নামজারী করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ
পটিয়া প্রতিনিধিঃ- পটিয়ায় ভূয়া নামজারী করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মৌরশীসূত্রে জায়গার মালিক মো. রফিক হাসান কতিপয় ব্যক্তির করা নামজারী বাতিল ও সংশোধন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য পটিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল ইসলামের বরাবরে গত ৬ নভেম্বর একটি অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পটিয়া পৌরসদরের ৩নং ওয়ার্ডস্থ গোবিন্দারখীল এলাকায় খতিয়ানের বি.এস ২৩০১ ও ২৩০২ দাগের ১৬ শতক জায়গার বি.এস রেকর্ডীয় মালিক ইয়াছিন আলীর স্বত্বের মালিক ও দখলদার একই এলাকার মৃত সফর মুল্লুকের পুত্র রফিক হাসান। জায়গার মালিক রফিক হাসান উল্লেখিত জায়গা গুলো তার নামে মৌরশীসূত্রে নামজারী করতে গেলে তিনি জানতে পারে জায়গা গুলো কতিপয় ব্যক্তি দ্বারা ইতোমধ্যে ১৩৮৭ বি.এস মূলে নামজারী করা হয়েছে।
এই বিষয়ে রফিক হাসান জানান, আমার মৌরশী জায়গা একটি ভূমিদস্যু সিন্ডিকেট তাদের নামে নামজারী করে রেখেছে। আমি পটিয়ার সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবরে নামজারীকৃত খতিয়ান বাতিল করে সংশোধন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস সহ অভিযোগ দিয়েছি।
জানতে চাইলে পটিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. রাকিবুল ইসলাম বলেন, এই সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। একটা শুনানির দিন ধ্যার্য করে দিয়ে উভয় পক্ষকে হাজির হতে বলব। উভয় পক্ষের কাগজপত্র দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।