ঢাকা ১৪ মার্চ, ২০২৫
সংবাদ শিরোনাম
পটিয়ায় যুবককে পিটিয়ে টাকা ছিনতাই, চরম আতঙ্কে স্থানীয়রা আরও দুই মাস বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি মারা গেছে বালু ব্যবসা নিয়ে যুবদল-বিএনপি সংঘর্ষ, টেঁটাবিদ্ধ ৩০ মাগুরার শিশুটির শারীরিক অবস্থার অবনতি পটিয়ায় ফ্যানের সঙ্গে ঝুলে যুবকের আত্মহত্যা জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা যুক্তরাজ্যের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিয়েছে অ্যাপল পটিয়ায় নারীর প্রতি সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানববন্ধন ভলকার তুর্কের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বলল সেনাবাহিনী

পটিয়ায় ভূমি সেবা জনগনের দৌরগোড়ায়_দুইদিনে সেবা নিল ১২০ জন

#

নিজস্ব সংবাদদাতা

০৯ জুন, ২০২৪,  10:29 PM

news image

মোরশেদ আলম, পটিয়া (চট্টগ্রাম):- ভূমি সেবার কার্যক্রম সাধারণ জনগণের দৌরগোড়ায় পৌঁছে দিতে গতবছরের ধারাবাহিকতায় এ বছরও ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ স্লোগানে সারাদেশের ন্যায় চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলায় শনিবার (৮ জুন) উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে 'ভূমি সেবা সপ্তাহ ২০২৪' এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষ্যে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলাউদ্দীন ভূঞা জনী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে বর্ণাঢ্য শোভা যাত্রার আয়োজন করা হয়। পরবর্তীতে প্রধান অতিথি বেলুন ফেস্টুন উড়িয়ে 'ভূমি সেবা সপ্তাহ ২০২৪' এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। এছাড়াও তিনি উদ্বোধনী অনুষ্ঠান শেষে ফিতা কেটে সপ্তাহব্যাপী ভূমি সেবার জন্য স্থাপিত সেবা বুথ জনগণের জন্য উন্মুক্ত করেন। সহকারী কমিশনার (ভূমি) প্লাবন কুমার বিশ্বাস এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পটিয়া উপজেলার সকল ইউনিয়ন ভূমি সহকারী ও উপ-সহকারী কর্মকর্তাগণসহ উপজেলা ভূমি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীগণ।

সরেজমীনে রবিবার দুপুরে গিয়ে দেখা যায়, 'ভূমি সেবা সপ্তাহ ২০২৪' উপলক্ষে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে সেবা প্রার্থীদের জন্য সেবা বুথ স্থাপন করা হয়েছে, যা ১৪ জুন পর্যন্ত চালু থাকবে। এই সেবা বুথে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, অনলাইন খতিয়ান প্রদান, ই- নামজারী আবেদন, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন, মাঠ পর্যায়ে চলমান জরীপ কার্যক্রম বিষয়ে গণশুনানীসহ সেবা গ্রহীতাদের সেবা সম্পর্কিত সকল তথ্য পাওয়া যাচ্ছে।

উল্লেখ্য, ভূমি সপ্তাহের প্রথম ও ২য় দিনে বিভিন্ন বিষয়ে ১২০ জন গ্রাহক সেবা নেন।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী