পটিয়ায় ভিপি নুরের আগমন কেন্দ্র করে উত্তাপ, হুমকির অভিযোগ গণ অধিকার পরিষদের
নিজস্ব সংবাদদাতা
১০ জুলাই, ২০২৫, 8:42 PM

নিজস্ব সংবাদদাতা
১০ জুলাই, ২০২৫, 8:42 PM

পটিয়ায় ভিপি নুরের আগমন কেন্দ্র করে উত্তাপ, হুমকির অভিযোগ গণ অধিকার পরিষদের
মোরশেদ আলম, পটিয়া, চট্টগ্রাম:- চট্টগ্রামের পটিয়ায় আসন্ন 'জুলাই গণসমাবেশ'কে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। সমাবেশের প্রধান অতিথি হিসেবে আসছেন গণ অধিকার পরিষদের সভাপতি, ভিপি নুরুল হক নুর। তার আগমন উপলক্ষে বুধবার বিকেলে (১০ জুলাই) স্থানীয় একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে গণ অধিকার পরিষদ পটিয়া উপজেলা শাখা।
নেতারা অভিযোগ করেন, সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন মহল থেকে প্রকাশ্যে ও অপ্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে। ইতোমধ্যে শ্রীমাই ব্রিজ, শাহচান্দ আউলিয়ার মাজার গেইট ও গ্রিচৌধুরী বাজার এলাকায় তাদের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে।
তারা বলেন, "আমরা স্পষ্ট করে বলতে চাই, গণতান্ত্রিক দেশে রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু ব্যানার-পোস্টার ছেঁড়া, হুমকি দেওয়া অশুভ ও অগণতান্ত্রিক প্রবণতা। এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।"
নেতারা আরও বলেন, “যারা এসব করছে, তাদের মনে রাখা উচিত, ৭১-এর মুক্তিযুদ্ধ ও ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থান প্রমাণ করেছে—বাংলাদেশের জনগণ কখনো অন্যায়-দুর্নীতির কাছে মাথা নত করেনি, এবারও করবে না।”
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১২ জুলাই শনিবার পটিয়ার আব্দুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে 'জুলাই গণসমাবেশ' অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন ভিপি নুরুল হক নুর এবং বিশেষ অতিথি থাকবেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সংগঠক, গণ অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও মুখপাত্র ফারুক হাসান।
গণ অধিকার পরিষদের নেতারা বলেন, দক্ষিণ চট্টগ্রামের অন্যতম সমৃদ্ধ উপজেলা পটিয়া। এখানকার কৃতি সন্তানদের মধ্যে রয়েছেন আবদুল করিম সাহিত্যবিশারদ, কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু প্রমুখ। পটিয়াকে ‘চট্টগ্রামের শ্রেষ্ঠ উপজেলা’ হিসেবে গড়তে তারা কাজ করছে, এই সমাবেশও তারই অংশ।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা আহ্বায়ক ডা. এমদাদুল হাসান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব এডভোকেট আরিফুল হক তায়েফ।এতে আরও উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা আহ্বায়ক ডা. বি. কে. দত্ত, যুব অধিকার পরিষদ আহ্বায়ক মো. আরাফাত (নবাব), ছাত্র অধিকার পরিষদের গোলাম সোবহান, মো. আকরাম হোসেন, মেহেদী হাসান সাকি, রায়হান আহমেদসহ অঙ্গসংগঠনের নেতারা।