ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

পটিয়ায় ব্যাংক কাণ্ডে উত্তাপ, পুলিশের মামলায় আসামি ৩০০

#

নিজস্ব সংবাদদাতা

২৯ সেপ্টেম্বর, ২০২৫,  9:10 PM

news image

মোরশেদ আলম, চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়ায় ইসলামী ব্যাংকে লেনদেন বন্ধ ও সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। এতে অজ্ঞাতনামা ২৫০-৩০০ জনকে আসামি করা হয়েছে।

জানা যায়, রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ইসলামী ব্যাংকের পটিয়া শাখায় কর্মকর্তারা কাজে যোগ দিতে গেলে বিপত্তি ঘটে। পুনঃনিরীক্ষণ পরীক্ষায় অংশগ্রহণ না করায় কর্তৃপক্ষ তাদের আইডি লক করে দেয় এবং কাজে বাধা দেয়। এতে ক্ষুব্ধ স্থানীয় জনতা ব্যাংকের লেনদেন বন্ধ করে দেয়। একপর্যায়ে উত্তেজিত জনতা ব্যাংকের গেটে তালা ঝুলিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করলে  উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ওয়াহিদুল হক রিকু, সুমন, রিপন, মামুন সিকদার, মো. সোহেল, মো. মুসা,  আবুল কাসেম আহত হয়। সংঘর্ষে তিনজন পুলিশও আহত হয় বলে দাবি করেন পুলিশ।

এ ঘটনায় সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় সরকারি কাজে বাধা প্রদান, ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।

পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, ঘটনার ভিডিও ফুটেজ, স্থিরচিত্র এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনার ভিত্তিতে দোষীদের শনাক্ত করা হবে।

এদিকে, বড় ধরনের সংঘাত এড়াতে জেলা পুলিশের রিজার্ভ ফোর্স, জল কামানসহ অতিরিক্ত বাহিনী প্রস্তুত রাখা হয়েছে।

অন্যদিকে, ইসলামী ব্যাংকের ৫৫০০ কর্মকর্তাকে চাকরিচ্যুত করার আশঙ্কায় চট্টগ্রাম অধিকার আন্দোলনের ব্যানারে প্রেসক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিএনপি, জামায়াত, এনসিপি, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নিয়ে চাকরির নিরাপত্তা দাবি করেন।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী