ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

পটিয়ায় ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা

#

নিজস্ব সংবাদদাতা

১৭ জুন, ২০২৩,  11:46 AM

news image

মোরশেদ আলম, পটিয়া:- চট্টগ্রামের পটিয়ায় ফঁাসিতে ঝুলে জাহাঙ্গির আলম (২৭) নামের এক ব্যাংক কর্মকর্তা আত্মহত্যা করেছে। শুক্রবার (১৬ জুন) সন্ধা সাড়ে ৭টায় উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পূর্ব মনসা পোরক আলী বাড়ি এলাকায় ওই দূর্ঘটনাটি ঘটে। নিহত জাহাঙ্গির স্থানীয় আইয়ুব আলীর ৪র্থ পুত্র।

জানা যায়, শুক্রবার ৭টায় জাহাঙ্গির নিজ কক্ষের ভেতরে তালা লাগিয়ে বৈদ্যুতিক ফ্যানের সাথে দড়ি ঝুলিয়ে আত্মহত্যা করার শেষ মুহূর্তে চেয়ার থেকে পড়ে যাওয়ার বিকট শব্দ হয়। ঘরে থাকা জাহাঙ্গিরের বড় ভাই তার রুমের পাশে গিয়ে কয়েকবার ডাকার পরও তার ভাইয়ের কোন সাড়া শব্দ না থাকায় দড়জা স্ব-জোড়ে ধাক্কা দেয়। দড়জা তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করতেই দেখে তার ভাই ফ্যানের সাথে ঝুলে আছে। তারা দ্রুত জাহাঙ্গিরকে ফ্যানের দড়ি ছাড়িয়ে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার ইমদাদ হোসেন তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচাতো ভাই মো. আরফাত হোসেন জানান, জাহাঙ্গির আলম ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ঢাকা হেড অফিসে জুনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন। গত জানুয়ারীতে তার বিয়ে সম্পন্ন হয়। প্রতিবারের মত বৃহস্পতিবার ঢাকা থেকে বাড়ি আসে ছুটিতে। তার স্ত্রী কয়েকদিন আগে বাপের বাড়ি যায় এখনো আসেনী। তিনি বলেন, আমরা যতটুকু জানি পারিবারিক কোন কলহ ছিলনা। স্ত্রীর সাথে কোনো মনমালিন্য হয়েছে কিনা তা আমার জানা নেই।

এই বিষয়ে পটিয়া থানার সহকারী উপ পুলিশ পরিদর্শক আনোয়ার জানান, নিহতের স্বজনরা তাকে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আমরা লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল(চমেকে) প্রেরণ করব। ময়নাতদন্ত শেষে জানা জানা যাবে ঠিক কি কারনে ব্যাংক কর্মকতার্র মৃত্যু হয়েছে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী