ঢাকা ২০ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
ক্রিকেটে নতুন যুগের সূচনা: আবির্ভাব হলো টেস্ট টোয়েন্টি দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা

পটিয়ায় ব্যবসায়ীদের মুখে হাসি ফুটাল পৌর মেয়র

#

নিজস্ব সংবাদদাতা

১৫ নভেম্বর, ২০২২,  5:40 PM

news image

মোরশেদ আলম, পটিয়া:- পটিয়া পৌর সদরের সবজি বিক্রেতা মো. আজম টাকা পয়সার অভাবে করতে পারছিলেন না নিত্য প্রয়োজনীয় শাক-সবজির ব্যবসা। মঙ্গলবার সকালে পটিয়া পৌরসভা মাল্টিপারপাস কিচেন মার্কেট করোনার কারনে দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর পটিয়া হকার্স ও ব্যবসায়ীদের পুর্নবাসন করার জন্য এক বছর কোনো ধরনের ভাড়া ব্যতিত উন্মুক্ত করে দেওয়ার কথা শুনে অন্যদের মতো তিনি ও ছুঁটে আসেন। নাম এন্টি করে অন্যরা পটিয়া পৌর কর্মকর্তাদের কাছ থেকে ঠোকেন সংগ্রহ করে তরি-তরকারি সহ বিভিন্ন ধরনের নিত্যপ্রয়োজনীয় জিনিস বিক্রির উদ্দেশ্যে বসলেও তিনি ৫ কেজি মত আলু নিয়ে বসেন বিক্রির জন্য। পৌর মেয়র আইয়ুব বাবুল উদ্বোধন শেষে কিচেন মার্কেটের সব দোকান পরিদর্শন করতে গেলে আজমকে ৫ কেজি আলু নিয়ে বসে থাকতে দেখে জিজ্ঞেস করেন ব্যবসায় পুঁজি আছে কিনা। আজম হতবাগ হয়ে মেয়রের দিখে থাকিয়ে থাকে। মেয়রের আর বুঝতে বাকি রইল না তার যে পুঁজি নেই ব্যবসা করার জন্য। মেয়র তৎক্ষনাত পকেট থেকে টাকা বের করে ব্যবসা করার জন্য কিছু টাকা আজমের হাতে তুলে দেন।

চট্টগ্রামের পটিয়া পৌরসভা মাল্টিপারপাস কিচেন মার্কেট করোনার কারনে দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর পটিয়া হকার্স ও ব্যবসায়ীদেরপুর্নবাসন করার জন্য এক বছর কোনো ধরনের ভাড়া ব্যতিত উন্মুক্ত করে দিয়েছে পটিয়া পৌর প্রশাসন। ফলে পটিয়ার সকল হকার্স ও সাধারণ ব্যবসায়ীদের মুখে হাসি ফুঁঠেছে। মঙ্গলবার সকালে এর শুভ উদে¦াধন করেন পটিয়া পৌর মেয়র মো. আইয়ুব বাবুল। এসময় পৌর মেয়র আইয়ুব বাবুল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় নিম্নবিত্ত মানুষদের, দুঃখ, দুর্দশা লাঘব করে উন্নত জীবন যাপনের জন্য বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছেন, এরই ধারাবাহিকতায় পটিয়া পৌরসভার থানার হাট কিচেন মার্কেটে আপনাদের জন্য সম্পুর্ণ বিনা ভাড়ায় এক বছরের জন্য ব্যবসা করার সুযোগ পাচ্ছেন। আপনারা হালাল ভাবে ব্যবসা পরিচালনা করেন। আপনাদের যত ধরনের সহযোগিতা লাগে আমি দিব। অনুষ্ঠানে বাজার মূল্যপর্যবেক্ষণ, মনিটরিং ও নিয়ন্ত্রণ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর জসিম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর,প্যানেল মেয়র-১ রুপক কুমার সেন, কাউন্সিলর শফিউল আলম, ৪নং ওয়ার্ড কাউন্সিলর গোফরান রানা, ৩নং ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন আজাদ, কাউন্সিলর ও প্যানেল মেয়র-৩ বুলবুল আকতার, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী মাহাবুবুর আলম, আ”লীগ নেতা তানিম আমিরী, মাহাবুবুল আলম, পৌরসভা নিবার্হী সচিব নেজামুল হক, পৌর কর্মকর্তা শরীফ খান, শহীদুল ইসলাম, বিদ্বান, তপন শর্মা প্রমুখ।#


logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী