পটিয়ায় ব্যবসায়ীকে বেধরক পিটিয়ে টাকা ছিনতাই
নিজস্ব সংবাদদাতা
২০ জানুয়ারি, ২০২৫, 10:08 PM
নিজস্ব সংবাদদাতা
২০ জানুয়ারি, ২০২৫, 10:08 PM
পটিয়ায় ব্যবসায়ীকে বেধরক পিটিয়ে টাকা ছিনতাই
মোরশেদ আলম: চট্টগ্রামের পটিয়ায় মো: শফিউল আলম (৪০) প্রকাশ মেম্বার শফি নামে এক হোটেল ব্যবসায়ীকে নিজ বাড়ির সামনে মারধর করে ১ লাখ ৫০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সে উপজেলার কচুয়ায় ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত দৌলত খাঁনের পুত্র।র
রবিবার (২০ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ২টার দিকে ব্যবসায়ীর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
ব্যবসায়ী শফিউল আলম বলেন, প্রতিদিনের ন্যায় রাতে হোটেল থেকে বাড়ি ফেরার পথে বাড়ির কাছাকাছি এলে উৎপেতে থাকা ছিনতাইকারীরা
তাকে মারধর করে ফিল্ম স্টাইলে টাকা ছিনিয়ে নেন। এক পর্যায়ে তিনি চিৎকার শুরু করলে ছিনতাইকারীরা অস্ত্র দেখিয়ে মোবাইল ফোন কেড়ে নেন।
পরবর্তীতে,রাতে পটিয়া থানার এসআই নয়ন চাকমাসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও কাউকে গ্ৰেপ্তার করতে পারেনি। এ ঘটনায় মামলার বিষয় প্রক্রিয়াধিন আছে বলেও জানান।