পটিয়ায় বিশ্ব সুন্নী আন্দোলনের উদ্যোগে ঈদ মোবারক ও সালাতু সালাম মাহফিল
নিজস্ব সংবাদদাতা
০৮ মে, ২০২২, 10:58 AM

নিজস্ব সংবাদদাতা
০৮ মে, ২০২২, 10:58 AM

পটিয়ায় বিশ্ব সুন্নী আন্দোলনের উদ্যোগে ঈদ মোবারক ও সালাতু সালাম মাহফিল
মোরশেদ আলমঃ- বাতেল জালেম অপশক্তির কবল থেকে প্রাণপ্রিয় কেবলাভূমি পুনরদ্ধার এবং দ্বীন-মিল্লাত-মানবতার মুক্তির লক্ষ্যে বাতেল জালেম অপশক্তির কবল থেকে প্রাণপ্রিয় কেবলাভূমি পুনরদ্ধার এবং দ্বীন-মিল্লাত-মানবতার মুক্তির লক্ষ্যে বিশ্ব সুন্নী আন্দোলন, বাংলাদেশ, পটিয়া উপজেলা শাখার উদ্যোগে ঈদ মোবারক ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৬ এপ্রিল) সকালে পটিয়া ক্লাব হল রুমে সংগঠনের পটিয়া শাখার নেতা মাওলানা নজরুল ইসলামের এর সভাপতিত্বে এ ঈদ মোবারক ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব এর কেন্দ্রীয় নেতা আরেফ সারতাজ, কেন্দ্রীয় নেতা হাফেজ ক্বারী আল্লামা ইলিয়াস শাহ, কেন্দ্রীয় নেতা এমদাদুল হক সায়েফ, আল্লামা শেখ নঈম উদ্দিন।
হাফেজ দিদার আলমের সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মাওলানা মোরশেদুল আলম খোরশেদ, মাওলানা শরিফ সরওয়ার, কামরুল ইসলাম নকিব, আবদুর রহিম, কুতুব উদ্দিন, হাফেজ ক্বারী ফরিদুল আলম, আবুল কালাম, নাসিফ নেজাম, নজরুল ইসলাম,আবু কায়সার, ইমতিজ রিপন, তৌকির ইসলাম, মীর সুজন প্রমুখ।