পটিয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মর্মান্তিক মৃত্যু
নিজস্ব সংবাদদাতা
১৩ জুলাই, ২০২৫, 12:38 AM

নিজস্ব সংবাদদাতা
১৩ জুলাই, ২০২৫, 12:38 AM

পটিয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মর্মান্তিক মৃত্যু
মোরশেদ আলম, পটিয়া (চট্টগ্রাম):- চট্টগ্রামের পটিয়ার বাইপাস সড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সানজিদ রেজা (২৫) নামে এক যুবক প্রাণ হারিয়েছেন।
শনিবার (১২ জুলাই) বিকেলে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সানজিদ রেজা পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিনখাইন গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি দ্রুতগামী বাসের সঙ্গে সানজিদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়ে চিকিৎসকরা আইসিইউতে ভর্তি হওয়ার পরামর্শ দেন।
পরে উন্নত চিকিৎসার জন্য তাকে নগরীর পার্কভিউ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।