পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৬
নিজস্ব সংবাদদাতা
২২ জুন, ২০২৫, 5:58 PM

নিজস্ব সংবাদদাতা
২২ জুন, ২০২৫, 5:58 PM

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৬
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী শ্যামলী পরিবহনের একটি বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ মোরশেদ (৩৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের সাত যাত্রী আহত হয়েছেন।
রবিবার (২২ জুন) সকাল সাড়ে ৫টার দিকে পটিয়া বাইপাস সড়কের কচুয়াই এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন: সার্জেন্ট আকরাম (৫২), আলিপ (৪৮), আরিফুল (৪২), নাছির উদ্দিন (১৮), রাকিব (২৫) এবং শিরিন আক্তার (৩৮)। তাদের উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
পটিয়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা রাজেশ বড়ুয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাতজনকে উদ্ধার করা হয়। আহতদের মধ্যে ছয়জন পুরুষ ও একজন নারী রয়েছেন।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মিন্টু ধর বলেন, “দুর্ঘটনায় ট্রাকচালক ঘটনাস্থলেই মারা যান। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
পটিয়া হাইওয়ে থানার ওসি জসিম উদ্দিন জানান, “বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। দুর্ঘটনায় জড়িত যানবাহন দুটি জব্দ করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”