পটিয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর, শঙ্কায় নিহতের সঙ্গী শারমিন
নিজস্ব সংবাদদাতা
০৮ মার্চ, ২০২২, 7:19 PM

নিজস্ব সংবাদদাতা
০৮ মার্চ, ২০২২, 7:19 PM

পটিয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর, শঙ্কায় নিহতের সঙ্গী শারমিন
মোরশেদ আলম:- চট্টগ্রামের পটিয়া কমলমুন্সির হাট ফোর স্টার কনভেনশন হলের সামনে জলুর দীঘির পাড় এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত এবং তঁার সাথে থাকা অপর এক নারী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
নিহত মোটরসাইকেল চালক মো. সিফাত (১৮) ময়মনসিংহ জেলার সদর কাটগর গন্টি গ্রামের শহিদুল ইসলামের পুত্র ও আহত শারমিন আক্তার (১৫) বরগুনা জেলার আমতলী উপজেলার নাসির হাওলাদের কন্যা। মঙ্গলবার (৮ মার্চ) সকাল ১১টার দিকে এ দূর্ঘটনা ঘটে। এ সময় বাসের নিচে মোটরসাইকেলটি ঢুকে আগুন ধরে গেলে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থল এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
সিফাতের প্রতিবেশী ভাই সুজিত জানান, তঁারা ৮জন বন্ধু নরসিংদী সদর থেকে ৪টি মোটরসাইকেল যোগে গত সোমবার রাত ১১টার দিকে কক্সবাজার যাওয়ার উদ্যেশ্যে রওনা হয়। মঙ্গলবার সকাল ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কমলমুন্সির হাটস্থ ফোর স্টার কনভেনশন হলের সামনে জলুর দীঘির পাড় এলাকায় আসলে সিফাতের মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে চট্টগ্রাম মুখী হানিফ বাস (ঢাকা মেট্রো-১৫২৫১৬) এর নিচে ডুকে যায়। ঘটনাস্থলের ২০০ ফিঠ দূরে গিয়ে গাড়িটি থামলে মোটরসাইকেলের সাথে বাসের সংঘর্ষে আগুন ধরে যায়।
ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী সিফাতের মুত্যু হয়। এছাড়াও তঁার সাথে থাকা শারমিন আক্তার নামের একজন গুরতর আহত হয়। স্থানীয়দের সহযোগীতায় তাদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শারমিন আক্তার কে নিয়ে গেলে অবস্থা আশংকাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেকে) প্রেরণ করা হয়। পরে ঘটনাস্থলে গিয়ে পটিয়া ফায়ার সার্ভিসের একটি টিম হানিফ বাসের আগুন নিয়ন্ত্রনে আনে।
পটিয়া হাইওয়ে পুলিশ ফঁাড়ির ইনচার্জ মুজাফফ্র হোসেন জানান, একজন সুস্থ সবল মানুষ সর্বচ্চো ৬০/৭০ কিলোমিটার মত মোটরসাইকেল চালাতে সক্ষম। দীর্ঘক্ষণ মোটরসাইকেল চালানোর কারনে নিয়ন্ত্রন হারিয়ে বাসের নিচে মোটরসাইকেলটি ঢুকে যায়। ঘটনাস্থলে এক যুবক নিহত হয়েছে । এছাড়াও তঁার সাথে থাকা এক নারী গুরতর আহত অবস্থায় চমেকে প্রেরণ করা হয়।
চট্টগ্রাম মেডিকেল হাইওয়ে পুলিশের ইনচার্জ আলাউদ্দিন জানান, হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়েছে। গুরুতর আহত অবস্থায় শারমিন আক্তার নামের এক নারী চমেক হাসপাতালের ৫ম তলার ২৮নং কক্ষে চিকিৎসাধীন রয়েছে। তঁার অবস্থা খুবই গুরতর।