পটিয়ায় বর্ণাড্য আয়োজনে বিএমএসএফ'র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব সংবাদদাতা
১৬ জুলাই, ২০২৩, 8:25 PM

নিজস্ব সংবাদদাতা
১৬ জুলাই, ২০২৩, 8:25 PM

পটিয়ায় বর্ণাড্য আয়োজনে বিএমএসএফ'র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মোরশেদ আলম, পটিয়া:- বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, চট্টগ্রাম দক্ষিণ জেলা ও পটিয়া উপজেলা শাখার উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
শনিবার সন্ধায় পটিয়ার অভিজাত একটি রেস্তোরাঁয় ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি ও পটিয়া প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে এতে উদ্ভোধক হিসেবে বক্তব্য রাখেন, পটিয়া প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের নেতা এসএম একে জাহাঙ্গীর আমিরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় মফস্বল সাংবাদিক ফোরামের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণের সভাপতি আবদুল হাকিম রানা।
এসএম জুয়েলে সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএমএসএফ চট্টগ্রাম দক্ষিণ জেলার নেতা পটিয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবদুর রাজ্জাক, উপজেলার নেতা কামরুল ইসলাম, মোরশেদ আলম, ফারুকুর রহমান বিনজু, সুজিত দত্ত, আব্দুল্লাহ আল নোমান সহ পটিয়া উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ।