পটিয়ায় বর্জ্যপাতে বাঁশের বেড়া নির্মাতার মর্মান্তিক মৃত্যু
নিজস্ব সংবাদদাতা
২৪ জুলাই, ২০২৫, 7:28 PM

নিজস্ব সংবাদদাতা
২৪ জুলাই, ২০২৫, 7:28 PM

পটিয়ায় বর্জ্যপাতে বাঁশের বেড়া নির্মাতার মর্মান্তিক মৃত্যু
মোরশেদ আলম: চট্টগ্রামের পটিয়ায় বর্জ্যপাতে পড়ে মোহাম্মদ জানে আলম (৩৫) নামের এক বাঁশের বেড়া নির্মাতার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার ভেল্লাপাড়া নয়া ফাঁড়ি সংলগ্ন নজরুল ইসলামের দোকানে বেড়া নির্মাণকাজ করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। এছাড়াও একটি গাছে আগুন লেগে জ্বলসে গেছে।
নিহত জানে আলম জিরি ইউনিয়নের ১নং ওয়ার্ড উত্তর দেয়াং এলাকার মৃত মোহাম্মদ আবু ছৈয়দের পুত্র। তিনি ভেল্লাপাড়া সুইচগেইট এলাকায় পরিবারসহ ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম জানান, বাঁশের বেড়া তৈরির কাজ করার সময় অসাবধানতাবশত বর্জ্যপাতে পড়ে গুরুতর আহত হন জানে আলম। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাদিয়া সুলতানা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। পরে স্বজনরা মরদেহ নিয়ে যান।
জানে আলম ছিলেন হতদরিদ্র। বাঁশের বেড়া তৈরি করে দিন এনে দিন খেতেন। তার স্ত্রী অন্তঃসত্ত্বা, ঘরে রয়েছে পাঁচ বছরের এক ছেলে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি চরম সংকটে পড়েছে।
এই বিষয় পটিয়া থানার ওসি নুরজ্জমান জানিয়েছেন, এই বিষয়ে একটি অপমৃত্যু মামলা অন্তর্ভুক্ত করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।