ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

পটিয়ায় ফুলকলি কারখানার দূষণ বন্ধে স্মারকলিপি

#

নিজস্ব সংবাদদাতা

২৪ এপ্রিল, ২০২৫,  7:11 PM

news image

মোরশেদ আলম, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:- চট্টগ্রামের পটিয়া ফুলকলি কারখানার বিষাক্ত বর্জ্য নির্গমনের ফলে ভয়াবহ পরিবেশ দূষণের শিকার হচ্ছে স্থানীয় জনগণ। কারখানাটি প্রতিষ্ঠার পর থেকেই এর বর্জ্য সরাসরি ফেলা হচ্ছে পাশের সার্জেন্ট শহীদ মহি আলম খাল (আলমখালী) ও নাইখাইন বিলে, যা বিস্তৃত হয়েছে নাইখাইন, উজিরপুর, পাইরোল, লড়িহরা, এয়াকুবদন্ডী, দক্ষিণ হুলাইন, পাচুরিয়া ও চরকানাই পর্যন্ত।

দূষণের কারণে খাল-বিলের পানি দূষিত হয়ে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ, ধ্বংস হচ্ছে মাছ ও অন্যান্য জলজ প্রাণী। ইতোমধ্যে ঐসব এলাকায় বেশ কয়েকটি মৎস্য প্রকল্প সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে। ফুলকলির বিষাক্ত বর্জ্যের কারনে চাষাবাদ হচ্ছেনা কয়েকশত একর কৃষি জমিতে।  পাশাপাশি, ফুলকলি কারখানার বিপরীতে অবস্থিত ঐতিহ্যবাহী ইউনিয়ন কৃষি স্কুল এন্ড কলেজের প্রায় বারশত শিক্ষার্থী বিষাক্ত দুর্গন্ধের কারণে স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে, পাঠদান কার্যক্রমও মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন, বিগত সরকার আমলে ফুলকলি কর্তৃপক্ষ প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এ ধরনের ভয়াবহ অপকর্ম চালিয়ে গেছে। সম্প্রতি দূষণের প্রতিবাদে ইউনিয়ন কৃষি স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং পটিয়া উন্নয়ন সংগ্রাম পরিষদসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেছে।

স্থানীয়দের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর বৃহস্পতিবার বিকেলে স্মারকলিপিও প্রদান করা হয়েছে, যাতে বিষয়টি দ্রুত তদন্তপূর্বক কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী সিরাজ উল্লাহ, দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জিল্লুর রহমান, পটিয়া উপজেলা শ্রমিক দল নেতা জহির উদ্দিন মোহাম্মদ তসলিম, নগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন সাব্বির প্রমুখ।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী