পটিয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠান সম্পন্ন
নিজস্ব সংবাদদাতা
১৬ ফেব্রুয়ারি, ২০২২, 5:40 PM

নিজস্ব সংবাদদাতা
১৬ ফেব্রুয়ারি, ২০২২, 5:40 PM

পটিয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠান সম্পন্ন
মোরশেদ আলম, পটিয়াঃ চট্টগ্রামের পটিয়ায় নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি সুস্থ সবল মেধাবী জাতি গড়ার লক্ষ্যে উপজেলা প্রাণিসম্পদের উদ্যোগে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২২ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার ১৬ ফেব্রুয়ারি সকালে এ প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করেন পটিয়া উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর।
এ অনুষ্ঠানে বক্তারা নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি সুস্থ-সবল মেধাবী জাতি গড়ার লক্ষ্যে সবাইকে কাজ করার আহ্বান করেন। পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী। বক্তব্য রাখেন, পটিয়া প্রাণিসম্পদ অফিসার জপু চক্রবর্তী, এবং বিভিন্ন ভেটেরিনারি মালিক, বিভিন্ন পেশার খামারি, ডেইরিফার্ম মালিক সমিতির সদস্যসহ আরো অনেকে। অনুষ্ঠান শেষে পটিয়া প্রাণিসম্পদ অফিস থেকে নির্বাচিত ডেইরিফার্ম মালিকসহ অংশ নেয়া স্টল গুলোকেও পুরস্কৃত করেন উপজেলা প্রাণিসম্পদ অফিস।