পটিয়ায় প্রতিবন্ধীর জায়গা জবরদখলের চেষ্টার অভিযোগ
নিজস্ব সংবাদদাতা
২৯ এপ্রিল, ২০২৩, 3:46 PM

নিজস্ব সংবাদদাতা
২৯ এপ্রিল, ২০২৩, 3:46 PM

পটিয়ায় প্রতিবন্ধীর জায়গা জবরদখলের চেষ্টার অভিযোগ
মোরশেদ আলম, পটিয়া:- চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি গ্রামের কাজিরহাট সংলগ্ন সৈয়দ বরকতউল্লা বাড়ির প্রতিবন্ধী শফিকুল ইসলাম মিন্টুর
মায়ের প্রাপ্ত জায়গা দখলের চেষ্টা করায় পটিয়া থানার শরণাপন্ন হয় প্রতিবন্ধী মিন্টু।
অভিযোগ সূএে ও কথিত মতে জানা য়ায় জিরি গ্রামের এস এম কবির, এস এম হাসান,এস এম জাহাঙ্গীর এবং অপর পক্ষ বিনিনিহারা গ্রামের সাগর, রহিমা, আইয়ূব সহ স্থানীয় কতিপয় ব্যক্তি তার মায়ের কাছ থেকে প্রাপ্ত সম্পত্তি দখলের পায়তারার অভিযোগ এনে গত ২৬/০৪/২৩ পটিয়া থানায় অভিযোগ দায়ের করে। শারীরিক প্রতিবন্ধি মিন্টু প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে। মিন্টু বলেন তার প্রাপ্ত সম্পত্তি থেকে থাকে উচ্ছেদ করতে তার উল্লেখিত বিবাদীগন বিভিন্ন অপচেষ্টা চালাচ্ছে। অপরদিকে মিন্টুর চাচা মুক্তি যোদ্ধার সন্তান এস এম ইলিয়াস বলেন মিন্টু আমার ভাইয়ের ছেলে অসহায়, দরিদ্র প্রতিবন্ধী তার পাশে আমরা দাড়াঁতে আমাদের বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রর্দশন করতেছে বিবাদীগণ আমাদের মিথ্যা মামলা দিবে আমাদের বাড়ি ছাড়া করে দিবে। এ বিষয় নিয়ে মিন্টু সহ আমার পরিবার ভীতিকর অবস্থায় রয়েছে। মিন্টু ইসলামি ফরায়েজ মূলে মায়ের কাছ থেকে সম্পত্তি পায়। সে শারীরিক অক্ষম প্রতিবন্ধি হওয়ায় তার সম্পত্তি জবর দখল করার চেষ্টা করতেছে। সে প্রধানমন্ত্রীর
হস্তক্ষেপ কামনা করে বলেন বর্তমান সরকার প্রতিবন্ধীর প্রতি খুবই সদয়। তাই এই প্রতিবন্ধী ন্যায় বিচার অবশ্যই পাবে প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করেন।
পটিয়া থানার এসআই মোফাজ্জল হোসেন বলেন আমরা একজন প্রতিবন্ধীর অভিযোগ পেয়েছি আইন অনুয়ায়ী ব্যবস্থা নিব।