পটিয়ায় পূর্ব শত্রুতার জেরে হামলা-আহত ১
নিজস্ব সংবাদদাতা
১১ মে, ২০২৩, 12:21 AM

নিজস্ব সংবাদদাতা
১১ মে, ২০২৩, 12:21 AM

পটিয়ায় পূর্ব শত্রুতার জেরে হামলা-আহত ১
পটিয়া প্রতিনিধি:- চট্টগ্রামের পটিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিক্ষের হামলায় রনি আকতার (৩৮) নামের এক নারী আহত হয়েছে। বুধবার দুপুরে পটিয়া পৌর এলাকার ৮নং ওয়ার্ডস্ত গোবিন্দারখীল তিতা গাজীর বাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা আহত রনি আকতারকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা দেন। এ ঘটনায় রনি আকতার বাদী হয়ে ৫জনকে আসামী করে পটিয়ায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযাগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ ছোট কাটো খুটিনাটি বিষয় নিয়ে বাদীদের সাথে লিপ্ত থাকে। তারই ধারাবাহিকতায় বুধবার দুপুরে বাদীর ছেলে উঠানে খেলতে গেলে প্রতিপক্ষ মারধর শুরু করতে থাকে। পরে তার মা রনি আকতার ছুটে গেলে তাকেও প্রচন্ড মারধর ও শরীরের বিভিন্ন জায়গায় জখম ও শ্লীলতাহানী করে। এছাড়াও তাকে শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা করে। এছাড়াও তার কাছে থাকা স্বর্ণের কানের দোল ও তারা নিয়ে যায়। পরে স্থানীয়রা তা দেখে ছুটে আসলে বিবাদীরা পালিয়ে যায়।
এ বিষয়ে পটিয়া থানার ওসি প্রিটন সরকার বলেন, রনি আক্তার নামের এক মহিলাকে মারধরের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এটি সুষ্ট তদন্ত সাপেক্ষে দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা গস্খহণ করা হবে।