পটিয়ায় পুলিশের দূরদর্শিতায় চুরি হওয়া মোবাইল ফিরে পেলেন যুবক
নিজস্ব সংবাদদাতা
২৫ ফেব্রুয়ারি, ২০২২, 5:49 PM

নিজস্ব সংবাদদাতা
২৫ ফেব্রুয়ারি, ২০২২, 5:49 PM

পটিয়ায় পুলিশের দূরদর্শিতায় চুরি হওয়া মোবাইল ফিরে পেলেন যুবক
মোরশেদ আলম- চট্টগ্রামের পটিয়ায় চুরি হয়ে যাওয়া মোবাইল ১২ দিন পর পুলিশ উদ্ধার করে যুবকের হাতে তুলে দিয়েছেন।
বৃহস্পতিবার রাতে পটিয়া থানার উপ-পরিদর্শক বিলাল আকন্দ মোবাইলটি উদ্ধার করে মো. খোরশেদ আলম নামের যুবকের হাতে মোবাইলটি তোলে দেন।
জানা যায়, গত ১০ ফেব্রুয়ারী রাতে খোরশেদ আলম হযরত গরীবুল্লাহ শাহ (রা) এর দরবার শরীফের ওরশে গেলে এক পর্যায়ে চোর তঁার মোবাইলটি চুরি করে নিয়ে যায়। পটিয়ায় এ সংক্রান্ত একটি হারানো ডায়রি করলে পটিয়া থানার এসআই বিলাল আকন্দ বিশেষ অভিযানে মোবাইলটি উদ্ধার করতে সক্ষম হয়।
এ বিষয়ে পটিয়া থানার উপ-পরিদর্শক বিলাল আকন্দ জানান, চুরি হওয়া মোবাইলটি উদ্ধার করে যুবককে ফিরিয়ে দেওয়া হয়। পুলিশ সর্বদা মানুষকে সেবা দিতে প্রস্তুত। সাধারণ জনগন যাতে সেবা পায় তঁার জন্য পুলিশ সর্ববস্তায় প্রস্তুত রয়েছেন।